Advertisment

অমিত শাহর মন্ত্রকে ‘রিমাইন্ডার’ মমতার

সূত্র মারফৎ জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘বাংলা, বাঙালির আবেগের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ‘বাংলা’ নামে অনুমোদন দেওয়া হোক’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করার বিষয়ে কেন্দ্রীয় অনুমোদন মেলেনি, বুধবার রাজ্যসভায় এই তথ্য সামনে আসতেই নাম বদল নিয়ে কেন্দ্রকে ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবারই মমতার চিঠি পৌঁছে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব জানিয়েই অমিত শাহর মন্ত্রকে ফের চিঠি লিখছেন মমতা। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘বাংলা ও বাঙালির আবেগের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ‘বাংলা’ নামে অনুমোদন দেওয়া হোক’’। অন্যদিকে, রাজ্যের নাম বদলের ক্ষেত্রে এদিন যে সংবিধান সংশোধনের কথা বলেছে কেন্দ্র, সেই প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। তিনি লিখেছেন, ‘‘এটা টেকনিক্যাল ব্যাপার, কেন্দ্রকেই করতে হবে’’। জানা যাচ্ছে, রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রকে ফের ‘রিমাইন্ডার’ দিতেই মমতার এই চিঠি।

Advertisment

আরও পড়ুন: রাজ্যের ‘বাংলা’ নামে অনুমোদন নেই কেন্দ্রের

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব এখনও গৃহীত হয়নি, বুধবার এমনটাই জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘বাংলা’ নাম অনুমোদন করার প্রস্তাব গৃহীত হয়েছে কি না, এদিন তা জানতে চান  দলহীন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় এই প্রশ্ন তোলেন সিপিএম থেকে বহিষ্কৃত এই সাংসদ। ঋতব্রতের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ‘‘এখনও নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়নি’’। এরপর লিখিত উত্তরে তিনি আরও জানান, কোনও রাজ্যের নাম বদলের জন্য সংবিধান সংশোধনী প্রয়োজন এবং সব পক্ষের সঙ্গে আলোচনাও করতে হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রস্তাব পেশের পরই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘রাজ্যের আবেগ জড়িয়ে রয়েছে, দ্রুত অনুমোদিন দিন’’, রাজনাথকে এমনটাই সেসময় জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে রাজনাথ বলেছিলেন, ‘‘বিষয়টি দেখছি’’। অন্যদিকে, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখারই দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Mamata Banerjee West Bengal
Advertisment