Advertisment

Mamata Banerjee-Didi No 1: ভোটের আগে জনসংযোগে বিরাট চমক মমতার, ছোট পর্দায় 'দিদি'র দিদিগিরি!

Mamata Banerjee at Reality show: বুধবার প্রায় আড়াই ঘন্টা ধরে ডুমুরজলা স্টেডিয়ামে শ্যুটিং সারলেন মুখ্যমন্ত্রী। আপ্লুত সকলে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sadhan Pandeys wife Supti Pandey may be TMC candidate in Manicktala by election

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো 'দিদি নম্বর ১'। এই শোয়ের হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়। এবার 'দিদি নম্বর ১' মাতালেন বাংলার 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রায় আড়াই ঘন্টা ধরে ডুমুরজলা স্টেডিয়ামে শ্যুটিং সারলেন মুখ্যমন্ত্রী। আপ্লুত সকলে। শোয়ের সঙ্গে যুক্তদের মত, এতদিনে যেন 'দিদি নম্বর ১' নামটা সার্থক হল। শ্যুটিং শেষে মুখে হাসি নিয়েই বেরতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

Advertisment

দিন কয়েক আগে জানাজানি হয় যে, 'দিদি নম্বর ১'-এ দেখা যাবে মুখ্যমন্ত্রীকে। এই এপিসোডে মমতা ছাড়াও থাকবেন সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। সেই মত প্রস্তুতি সারা ছিল। এদিন নির্ধারিত সময় দুপুর বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায় আসেন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে 'দিদি নাম্বার ওয়ান'এর সেটে। মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। প্রায় আড়াই ঘণ্টা টানা চলে শ্যুটিংপর্ব। দুপুর তিনটে নাগাদ বেরিয়ে যান 'দিদি'।

আরও পড়ুন- Khalistani Row: Ananya Banerjee: ‘খলিস্তানি’-র পাল্টা এবার ‘যৌনগন্ধী’ বিতর্ক, তৃণমূল কাউন্সিলর অনন্যার বিরুদ্ধে থানায় বিজেপি!

কেমন হল দিদিগিরি? স্টেডিয়াম ছাড়ার আগে মুখ্যমন্ত্রী বলে যান, 'সব ভাল হয়েছে।'

উচ্ছ্বসিত 'দিদি নম্বর ১'-এর হোস্ট জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আপ্লুত রচনা বললেন, ' দারুন ভাল লাগছে। এতদিনে এই শোয়ের নামটা যেন সার্থক হল।'

আরও পড়ুন- Khalistani Row: খালিস্তানি বিতর্ক: ঘুরিয়ে শুভেন্দুদেরই ‘মুর্খ’ বলছেন রাজ্যের একমাত্র শিখ সাংসদ আলুওয়ালিয়া

জানা গিয়েছে, শোয়ের হোস্ট তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে তাঁকে সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। রাজি হয়ে যান তিনি। এদিন কেবল হাজিরই হননি মুখ্যমন্ত্রী, রীতিমত ওই রিয়েলিটি শোয়ের বেশিরভাগ খেলাতেই তিনি অংশ নিয়েছেন বলে খবর।

সূত্রের খবর, এই শোয়ে রুটি বেলা সংক্রান্ত একটি প্রতিযোগিতা ছিল। তাতে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রতিযোগিতায় অংশ না নিলে রচনা তাঁকে অনুরোধ করেছিলেন একটি রুটি বেলতে। মমতা উল্টে হোস্ট রচনাকেই বলেছেন রুটি বেলে দেখাতে। সেই অনুরোধ ফেলেননি রচনা। তার পরে মুখ্যমন্ত্রীও রুটি বেলে দেখিয়ে দিয়েছেন।

'দিদি নম্বর ১' খুবই জনপ্রিয় রিয়েলিটি শো। এখানে বিভিন্নস্তরের মহিলা এসে তাঁদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের জীবনযুদ্ধও নজরকাড়া। অনেকের কাছেই অনুপ্রেরণার। লোকসভা ভোটের আগে সেই শোয়েই দেখা যাবে মুখ্যমন্ত্রীকে। যা ভোটের আগে মমতার অভিনব কায়দায় জনসংযোগ বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee tmc Rachana Banerjee Didi No 1
Advertisment