এবার নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন মতুয়ারা। সম্প্রতি মালদহের সভা থেকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভুল নাম উচ্চারিত হয়েছিল। যা নিয়েই তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে, 'তৃণমূল মতুয়াদের প্রতি শ্রদ্ধাশীল। অনিচ্ছাকৃতভাবে তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) কথা জড়িয়ে গিয়েছিল।' তৃণমূলের তরফে এই ব্যাখ্যার পরেও মতুয়া সমাজে কিন্তু ক্ষোভের আগুন জ্বলছেই। এবার মুখ্যমন্ত্রীকে তাঁর 'ভুল' সংশোধনে সাত দিন সময় বেঁধে দিল আন্তর্জাতিক মতুয়া পরিষদ।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৩১ জানুয়ারি। মালদহে সভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় মতুয়াদের প্রণম্য হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামের ভুল উচ্চারণ করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিষোদগার করার এমন 'হাতেগরম' ইস্যু পেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওই অংশের ক্লিপিংস শেয়ার করে প্রবল সমালোচনা শুরু করে দেন। গেরুয়া দলের অন্য নেতারাও মতুয়াদের অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে সোচ্চার হন।
একাধিক জেলায় মতুয়ারাও পথে নেমে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। নদিয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ প্রদর্শন। এরই মাঝে গত ২ ফেব্রুয়ারি অবশ্য বোলপুরের সভা থেকে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাড়াহুড়ো করে বলতে গিয়ে একটি নামের বদলে অন্য নাম তিনি বলে ফেলেছিলেন। তাঁর সেই বক্তব্য নিয়ে চলা সমালোচনারও প্রতিবাদ জানান তৃণমূলনেত্রী।
আরও পড়ুন- চালিয়ে খেলছে শীত! ফের জাঁকিয়ে ঠান্ডার ইঙ্গিত? কী বলছে হাওয়া অফিস?
এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া নিন্দায় আন্তর্জাতিক মতুয়া পরিষদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাত দিনের মধ্যে মতুয়াদের প্রণম্য হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামের ভুল উচ্চারণ সংশোধন করে বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। তা না হলে আগামী ১৫ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠন।
আরও পড়ুন- আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন, চরম দুর্ভোগের আশঙ্কা!
সংগঠনের আহ্বায়ক সুকেশ চৌধুরী বলেন, 'উনি বুঝে হোক না বুঝে হোক রঘুচাঁদ ও গরুচাঁদ বলে সম্বোধন করেছেন। আমরা চাইছি মুখ্যমন্ত্রী সাত দিনের মধ্যে তিনি যে ভুল করেছেন সেই ভুল সংশোধন করে সঠিক বিবৃতি দিন। তা না হলে আমরা সারা বিশ্বের মতুয়াদের পক্ষ থেকে বাংলার মতুয়ারা নবান্ন অভিযানের প্রস্তুতি নেব।'