Advertisment

গানে গানে কাটল সকাল, দোলা-চন্দ্রিমাদের সঙ্গে গলা মেলালেন মমতাও

রেড রোডে ধর্না-দ্বিতীয়ার সকাল কাটল গানে-গানে।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee sing a song at dharna stage at kolkata red road

রেড রোডের ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়।

গানে গানে কাটল সকাল। বুধবার বেলা ১২টা থেকে কলকাতার রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর ধর্নাশেষে সকালটায় ফুরফুরে মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চেই শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন ও দলের যুব নেতৃত্বকে পাশে বসিয়ে ধন ধান্য পুষ্প ভরা গান ধরলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

টানা ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে রেড রোডে টানা দু’দিনের ধর্নায় তৃণমূল সুপ্রিমো। বুধবার রাতে রেড রোডের ধর্না মঞ্চে পর্দার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পর্দার বাইরে রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনেরা। সকাল হতেই একে একে তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য এসে যান ধর্নামঞ্চে।

আরও পড়ুন- বিরোধীদের আজ ‘মুতোড় জবাব’! ধর্না-দ্বিতীয়ায় আস্তিনের কী তাস বের করবেন মমতা?

ধর্নামঞ্চে এসে পড়েন দলের যুব শাখার নেতা-নেত্রীরাও। এরপর সকালে মিলে শুরু হয় গান। 'ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গান ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, দোলা সেন, বীরবাহা হাঁসদা সহ বাকিরা। তাঁদের সঙ্গেই গানে গানে গলা মেলান মুখ্যমন্ত্রীও। আজও দিনভর ধর্নামঞ্চেই কাটাবেন তৃণমূলনেত্রী। সন্ধে ৬টা পর্যন্ত ধর্না মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী।

tmc kolkata news Mamata Banerjee
Advertisment