Advertisment

স্বাধীনতা দিবসে রাজভবনের অনুষ্ঠানে অনুপস্থিত মমতা, 'হতবাক' ধনকড়

'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে না আসায় আরও অনেকের মতো আমিও অবাক ও মর্মাহত হয়েছি।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মমতা বন্দ্যোপাদ্যায়, জগদীপ ধনকড়

সকালে রাজভনে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষ্যাৎ সেরে এলেও তার রেশ কাটল সন্ধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের ডাকে শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল। কিন্তু আমন্ত্রণ সত্বেও সেখানে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। আর এতেই অসন্তুষ্ট রাজ্যপাল ধনকড়। যা নিয়ে টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। রাজ্যপাল লিখেছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে না আসায় আরও অনেকের মতো আমিও অবাক ও মর্মাহত হয়েছি।'

Advertisment

টুইটে রাজ্যপাল কী লিখেছেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটে লিখেছেন, 'রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আরও অনেকের মতো আমিও অবাক হয়েছি। দেশের স্বাধীনতা , গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রামীরা সর্বস্ব ত্যাগ করেছেন, আর তাঁদের সম্মানার্থে আয়োজিত অনুষ্ঠানে আমাদের সব কিছুর ঊর্ধ্বে ওঠা উচিত । আমি ভাষা হারিয়ে ফেলেছি।'

তবে শনিবারের শুরুটা ছিল অন্যরকম। স্বাধীনতা দিবসের সকালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'এই দিনটি এবং প্রজাতন্ত্র দিবস আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। রাজ্যপালের এখানে বিকালে একটা চায়ের অনুষ্ঠান হয়। বিকালে আমরা আসতে পারব না বলে প্যারেডের পরে নিজেরাই চলে এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট ছাডা়ই।'

ওই দিন মমতার সঙ্গে রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অমিত শর্মা ও ডিজি বীরেন্দর। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা পাঁচজন মিলে অনেকক্ষণ ধরে রাজ্যপালের সঙ্গে আড্ডা দিয়ে গেলাম ও শুভেচ্ছা জানিয়ে গেলাম।' সূত্রের খবর, রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই।

Read in English

ন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal
Advertisment