/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/mamata-1-759-2.jpg)
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাম না করে এবার BJP রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে নাম না নিয়ে সুকান্ত মজুমদারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।
গতকাল বিধানসভার প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল। শাসক-বিরোধী দু'পক্ষের আক্রমণ-পাল্টা আক্রমণে রীতিমতো উত্তেজনাকর পরিবেশ তৈরি হয় বিধানসভার অন্দরেই। নাম না করে বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী, দিয়েছেন পরামর্শও।
নাম না করে সুকান্ত মজুমদারকে 'হাফ-মন্ত্রী' বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "উনি তো পাঞ্জাবিদের হাওয়াই চটি ছুঁড়েছেন। হাফ মিনিস্টার হাওয়াই চটির একটা দোকান খুলুন না। ব্যবসা মন্দ হবে না। বিজেপির একজন হাফ মন্ত্রী আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে পাঞ্জাবি পুলিশ অফিসারকে জুতো ছুঁড়ে মেরেছে। এতে ওরা ক্ষুব্ধ। আপনি আমার বাড়িতে যেতে পারলে আমিও আপনার বাড়িতে যেতে পারি। আপনারা তো ডাকাতদের সর্দার।"
আরও পড়ুন- Kolkata Weather Update today:প্রবল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, সঙ্গে জোরালো দাপট ঝোড়ো হাওয়ার
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহেশতলা কাণ্ডের প্রতিবাদে তুলসী গাছ নিয়ে কালীঘাট অভিযানে নামে BJP। দলের এই মেগা কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কালীঘাটে পৌঁছানোর ঠিক আগে আগে সেই মিছিল আটকে দেয় পুলিশ। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশকর্মীদের। তখনই প্রিজন ভ্যানের ভিতর থেকে প্রতীকী হাওয়াই চটি ছুঁড়ে মারেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তর ছোঁড়া সেই প্রতীকী হাওয়াই চটি এক শিখ পুলিশ আধিকারিকের পাগড়িতে লাগে বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিখদের সংগঠন একটি বিবৃতি জারি করে। অবিলম্বে এই ইস্যুতে সুকান্ত মজুমদার ক্ষমা না চাইলে বাংলার শিখ সম্প্রদায় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগে এমন কোনও কাজ তিনি করেননি।