/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cv-ananda-bose-mamata-banerjee.jpg)
CV Ananda Bose-Mamata Banerjee: সিভি আনন্দ বোস ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee: আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এবার তৃণমূলের চার বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর। "বিধায়কদের শপথ হয় বিধানসভায়, মন্ত্রীদের শপথ রাজভবনে", মঙ্গলবার বিধানসভায় চার বিধায়কের শপথ গ্রহণ পর্ব শেষে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সদ্য উপনির্বাচনে জয়ী তৃণমূলের চার বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও জটিলতা তৈরি হয়েছিল। সোমবার রাজভবনের তরফে সদ্য জয়ী তৃণমূলের চার বিধায়কের শপথ নিয়ে সদুত্তর না মেলায় মঙ্গলবার বিধানসভায় তাদের শপথ গ্রহণের তোড়জোড় করে ফেলা হয়।
এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমনি অধিকারী, বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডেকে।
বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, "আমি বলব লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। ৫০০ টাকা করে পেনাল্টি করছেন! এটাতো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? তাহলে আমাকে বলতে পারেন আমি ব্যবস্থা করে দেব।"
আরও পড়ুন- Electricity Bill: হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল! কোন চার্জ বাড়াল সরকার? জেনে সতর্ক হোন আজই!