Advertisment

Mamata V/s Governor: রাজভবনের জলস্পর্শও করলেন না মমতা, রাজ্যপালকে নিজের দিকে তাকাতে বললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee visits Raj Bhavan: স্বাধীনতা দিবসেও রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত অব্যাহত থাকল। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে চা-চক্রে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, সপার্ষদ গিয়েছিলেন। কারণ, একা আসতে তিনি চান না। এদিন তিনি বললেন, ‘আমি বলেছিলাম, একা আসতে সমস্যা আছে। আমি ১০-১২ জনের দল নিয়ে এসেছি।’

author-image
IE Bangla Web Desk
New Update
WB government Bratya Bose Governor CV Anand Bose Report card on vc appointment , পশ্চিমবঙ্গ সরকার ব্রাত্য বসু রাজ্যপাল সিভি আনন্দ বোস উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের রিপোর্ট কার্ড

CV Ananda Bose-Mamata Banerjee: সিভি আনন্দ বোস ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee visits Raj Bhavan: স্বাধীনতা দিবসেও রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত অব্যাহত থাকল। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে চা-চক্রে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, সপার্ষদ গিয়েছিলেন। কারণ, একা আসতে তিনি চান না। এদিন তিনি বললেন, ‘আমি বলেছিলাম, একা আসতে সমস্যা আছে। আমি ১০-১২ জনের দল নিয়ে এসেছি।’

Advertisment

এদিন মমতার সঙ্গে রাজভবনে যান মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, মুখ্যসচিব বি পি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের ডিজিপি রাজীব কুমার, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।

তবে দল নিয়ে গেলেও রাজভবনের জলস্পর্শ করেননি মুখ্যমন্ত্রী। বোতলে করে নিজের পানীয় জল নিয়ে গিয়েছিলেন তিনি। রাজভবনের দেওয়া জল-খাবার কিছুই ছুঁয়ে দেখেননি তিনি। বাইরে বেরিয়ে এসে তিনি বলেন, 'আমি ওখানে একফোঁটা জলও খাইনি।' প্রসঙ্গত, এদিনই আর জি কর মেডিক্যাল কলেজে গিয়ে বিচারের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি মমতা সরকারের তুমুল সমালোচনা করে এসেছেন।

আরও পড়ুন আরজি কর কাণ্ডে ‘বাম-রাম আঁতাত’! গভীর ষড়যন্ত্রের গন্ধে বিরোধীদের নিশানা মমতার

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

এদিন রাজভবনে ঢোকার মুখে পাল্টা দেন মমতা। সাংবাদিকদের তিনি বলেন, 'রাজভবনে মন্ত্রিসভার শপথ হলে তো আসতেই হবে। কোনও উপায় নেই। কিন্তু এমনি আর আসব না।' এর পরেই রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির প্রসঙ্গ টেনে আনেন। রাজ্যপালের নাম না করে তিনি বলেন, 'আজ ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস। এই দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন। অনেক কিছু বলেছেন। আমি বলব চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের দিকে তাকান। রাজভবনে ওই যে একটা মেয়ে, একজন কর্মী তাঁর ঘটনাটা আপনারা সবাই জানেন। আগে তো নিজের দিকে দেখতে হবে। তার পর অন্যদের সমালোচনা। করবেন।'

আরও পড়ুন RG Kar Incident: আরজি করে রাজ্যপাল, পাশে থাকার বার্তা, আগামীকাল ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI

রাজভবনের বাইরে আর জি কর কাণ্ড নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আমি তো নিজেই এই ঘটনার নিন্দা করেছি। আমি তো কাল ফাঁসির দাবিতে মিছিলও করব। পুলিশকেও আমি বলেছিলাম সে ভাবে এবং ওরা কাজ করেওছিল। আমি তো নিজেই বলেছিলাম সিবিআইকে দেওয়ার কথা। আমিই ওঁর বাবা-মাকে গিয়ে বলে আসি রবিবারের মধ্যে আমার পুলিশ না পারলে সিবিআইতে দেব। রবিবারের মধ্যে হয়েও যেত। কিন্তু আদালত আগেই সিবিআই দিয়েছে। আমরা জানিয়েছি, পূর্ণ সহযোগিতা করব।'

West Bengal RG Kar Medical College c v anand bose Raj Bhawan Mamata Banerjee
Advertisment