Advertisment

Mamata Banerjee-Krishnanagar Rajbari: কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস নিয়ে 'ভয়ঙ্কর' তথ্য দিলেন মমতা! মহুয়াকে পাশে নিয়ে রাজমাতাকে তুলোধনা!

Mamata Banerjee-Amrita Ray: আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে রাজবাড়ির 'রাজমাতা' অমৃতা রায়কে প্রার্থী করেছে BJP। সদ্য গেরুয়া দলে যোগ দেওয়া কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কৃষ্ণনগর দিয়েই ভোটের প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো। ধুবুলিয়ার মাঠে প্রচারে এসে সেই রাজমাতা অমৃতা রায় ও তাঁর রাজ পরিবারের ইতিহাস নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee slams krishnanagar bjp candidate Amrita Ray

Lok Sabha Polls 2024: বাঁদিকে কৃষ্ণনগরের সভায় মহুয়া মৈত্রকে নিয়ে মমতা ব্যানার্জি। ডানদিকে, কৃষ্ণনগরের রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়।

Mamata Banerjee-Mahua Moitra: কৃষ্ণনগর (Krishnanagar) দিয়েই আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচার পুরোদমে শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ার মাঠে প্রকাশ্য জনসভায় দলের প্রার্থী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) জেতানোর আবেদনের পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির (Krishnanagar Rajbari) ইতিহাস নিয়েও ফের ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন তৃণমূলনেত্রী। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Advertisment

এবারের লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) কৃষ্ণনগর কেন্দ্র থেকে রাজবাড়ির 'রাজমাতা' অমৃতা রায়কে (Amrita Ray) প্রার্থী করেছে BJP। সদ্য গেরুয়া দলে যোগ দেওয়া কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, রবিবার কৃষ্ণনগরে প্রচারে এসে সেই রাজমাতা অমৃতা রায় ও তাঁর রাজ পরিবারের ইতিহাস নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন- Mamata Banerjee: রেজাল্ট ভালো হলেই মিষ্টি খাওয়াবেন দিদি! প্রথম প্রচারেই কৃষ্ণনগর কাঁপালেন মমতা!

কৃষ্ণনগর রাজ পরিবারের ইতিহাস নিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো?

“কীসের রাজমাতা? এখন আমরা সবাই প্রজা। প্রজার ভূমিকাই পালন করুন। আরা রাজা হলে তো রাজ প্রাসাদে থাকবেন। মিথ্যার আশ্রয় নেবেন না। মহুয়ার বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছে তাঁর পরিবারের ইতিহাস ভুলে গেছেন? ইংরেজদের সাহায্য করে ভারতের স্বাধীনতা বিসর্জন দিতে চেয়েছিলেন ওরা। মোদীবাবু ইতিহাস জানেন না।”

আরও পড়ুন- Aparupa Poddar: তলে-তলে BJP-র সঙ্গে কথা ‘পাকা’ অপরূপার? পদ্ম প্রার্থীর বিস্ফোরক দাবিতে তুমুল চর্চা!

এরই পাশাপাশি মহুয়া মৈত্রকে ফের একবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে জেতানোর আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মহুয়াকে জেতাতে হবে। ওকে তাড়িয়ে দিয়েছে আপনাদের সমর্থনের পরেও। মহুয়াকে জেতাতেই হবে। ও যাতে বিজেপির মুখোশটা টেনে খুলে দিতে পারে।”

tmc bjp Mamata Banerjee Mahua Moitra Krishnanagar loksabha election 2024 Amrita Roy
Advertisment