Advertisment

'জীবনটাই অনলাইন করে দিতে চাইছে!', তোপ মমতার

কেন এমন বললেন মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee slams modi government from medinipur , 'জীবনটাই অনলাইন করে দিতে চাইছে!', তোপ মমতার

সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেদিনীপুরের সভায় রনংদেহী মুখ্যমন্ত্রী। বঞ্চনার অভিযোগে তুলোধনা করলেন কেন্দ্রকে। গ্রামীণ রাস্তা থেকে আবাস যোজনার টাকা না দেওয়া নিয়ে তোপ দাগেন মমতাবন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টারপ্ল্যান এখনও বাস্তবায়ন না হওয়ায় দায়ী করেন মোদী সরকারকে। সুর চড়িয়ে মমতা বলেন, 'আমরা ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। রাজ্য–কেন্দ্র মিলে করে। রাজ্য থেকে জিএসটি’‌র টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকারই ভাগ দেয় না। বলছে, আধার লিঙ্ক না থাকলে ১০০ দিনের কাজে টাকা দেবে না। গরিব মানুষ কীভাবে আধার লিঙ্ক করবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে এবং মিথ্যা বলছে। ১০০ দিনের কাজে গ্রামের মানুষকে আধার লিঙ্ক করতে বলছে অনলাইনে। জীবনটাই অনলাইন করে দিতে চাইছে এরা। সব গ্রামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অথচ লিঙ্ক করতে বলছে। বিজেপি নেতাদের কথায় কেন্দ্র আমাদের কোনও টাকা দিচ্ছে না।'

Advertisment

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর অভিয়োগ, 'কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়ায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না। ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রয়েছে। সরকার পরিকল্পনা করলেও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানকে অনুমোদন দিচ্ছে না। রাজ্যের মন্ত্রীরা দিল্লি গিয়ে এই নিয়ে কথা বলার পরও অনুমতি দেওয়া হয়নি।'

আবাস যোজনা নিয়ে মমতা বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনা কেবল কেন্দ্রের টাকায় নয়, এখানে রাজ্যের অবদানও রয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, ‘বাংলার বাড়িতে টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়। রাজ্য-কেন্দ্র মিলে করে। আমাদের টাকা জিএসটিতে তুলে নিয়ে যায়, সেই টাকা ভাগ আমাদের দেয় না। ১৭ লাখ নাম (আবাসের তালিকার) কেটে দিয়েছে।'

tmc Mamata Banerjee Modi Government Mamata Government Central Government
Advertisment