Advertisment

Mamata Banerjee: 'অনেক ভদ্রতা দেখিয়েছি!' ভোট মিটতেই 'অ্যাকশন মোডে' মমতা, কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর?

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'পারফরম্যান্স রিভিউ হবে, অনেক ভদ্রতা দেখিয়েছি। কিন্তু ভদ্রতা দেখানো মানে জমি জবরদখল, কাজ হবে না, চলবে না।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, West Bengal

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: লোকসভা নির্বাচনে দুর্দান্ত পারফরম্যান্স করলেও তৃণমূলের ফল খারাপ হয়েছে পুর এলাকাগুলিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শহরাঞ্চলে একের পর এক ওয়ার্ডে তৃণমূলের হার। এই অবস্থায় পুর পরিষেবা নিয়ে নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই মন্ত্রী-বিধায়ক-আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মমতা। পুর-পরিষেবা নিয়ে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী।

Advertisment

মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন সভাঘরে বলেন, 'কোথাও জবরদখল হলে, সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে এসব করছে। এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে। মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা, পঞ্চায়েত রাখার দরকার কী?'। এদিন হাওড়া পুরনিগমের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে রথীন (প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী)। অবৈধ নির্মাণে ভরে গিয়েছে হাওড়া। অনেকে এতে জড়িত, আমি নাম নিয়ে অপদস্থ করতে চাই না। যেখানে সেখানে লোক বসিয়ে দিচ্ছে।'

কলকাতা, হাওড়ার রাস্তার অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'এ বার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে বেরোতে হবে? শুধু উপর দেখলে হবে? নিচে দেখতে হবে না? রাস্তা দেখে না, আলো দেখে না! শুধু ট্যাক্স বাড়ানো আর লোক বসাচ্ছে! এ ছাড়া প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না!'

মমতা এদিন আক্ষেপ করে বলেন, 'বাংলার পরিচয় নষ্ট হয়ে যাচ্ছে। বাইরের রাজ্যের লোকদের কেন টানব। আপনাদের টাকা খাওয়ার জন্য বাংলার পরিচয় নষ্ট হয়ে যাচ্ছে। বেআইনি নির্মাণ চলছেই, বাড়ি ভাঙলেও আমাদের দোষ, কেউ দেখছে না। সরু পিলার করে বাড়ি বানিয়ে পালিয়ে যাচ্ছে, ভাঙলে দায় আমাদের।'

মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'পারফরম্যান্স রিভিউ হবে, অনেক ভদ্রতা দেখিয়েছি। কিন্তু ভদ্রতা দেখানো মানে জমি জবরদখল, কাজ হবে না, চলবে না।' মন্ত্রী সুজিত বসুর উদ্দেশে বলেন, 'রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে।'

আরও পড়ুন Sayantika Banerjee: ‘বিধানসভার অধ্যক্ষের কাছে শপথ নিতে চাই’, রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার

কোন পুরসভা কোন কাজ করছে, কোন ক্ষেত্রে কতটা কাজ করেছে-সবটাই দেখা হবে বলে স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভাকে টাকা দেওয়া হলেও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ মমতার। 'পুরসভা কোনও কাজ করছে না, দোষ সরকারের হচ্ছে', তোপ মমতা বন্দ্য়োপাধ্যায়ের। এদিন নাম না করে দলের নেতা এবং আধিকারিকদের বলেন, 'টাকা খাওয়ার মাস্টার নয়, জনসেবক চাই।'

tmc Mamata Banerjee West Bengal Nabanna
Advertisment