G20 নৈশভোজের আমন্ত্রণপত্রে ইন্ডিয়া বাদ দিয়ে ভারত উল্লেখ। দ্রৌপদী মুর্মুকে প্রেসিডেন্ট অফ ভারত উল্লেখ করায় জাতীয় রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। তাহলে কি এবার থেকে ইন্ডিয়া নাম বাদ দিয়ে দেশের নাম ভারত করা হবে? প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। শাসকদলের এই কৌশল থেকে মনে করা হচ্ছে, সংসদের বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পেশ করবে সরকার। এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়ও।
কী বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী?
মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্ন পুরস্কার প্রদানের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মুখ খুলেছেন। বলেছেন, "ইন্ডিয়া নাম পাল্টে ভারত করতে চাইছে বিজেপি। ভারত তো বরাবরই ছিল। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, এটা তো আমরা জানি। আমরা তো সবসময় ভারতকে সম্মান করি, ভারত নিয়ে তো কোনও সমস্যা নেই। তাহলে হঠাৎ কেন ইন্ডিয়া বাদ দেওয়া হচ্ছে। মাননীয় রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয়েছে।"
তিনি আরও বলেছেন, "এই ভাবে নাম পাল্টানোর কাজ করছে বিজেপি। এবার তো রবি ঠাকুরের নাম পাল্টে ফেলবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিচ্ছে। সবকিছুর নাম পাল্টে দিচ্ছে। ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে। সারা বিশ্ব দেশের নাম ইন্ডিয়া হিসাবে পরিচিত। হঠাৎ সেটা পাল্টানোর কী দরকার পড়ল।"
আরও পড়ুন ব়্যাগিংয়ে নিহত যাদবপুরের মৃত ছাত্রের নামে হাসপাতাল-মূর্তি, মাকে চাকরি, আশ্বাস মমতার
প্রসঙ্গত, নয়াদিল্লিতে আসন্ন G20 শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের জন্য আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের জন্য আমন্ত্রণগুলি প্রথাগত ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ নামে পাঠানো হয়েছে, সূত্র নিশ্চিত করেছে মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে। এই নিয়েই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
মাত্র দু’দিন আগে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত গুয়াহাটিতে সাকাল জৈন সমাজ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ‘ইন্ডিয়া’কে ‘ভারত’ বলে অভিহিত করেছিলেন। লোকেদের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে ভাগবত বলেছিলেন যে ভারত নামটি প্রাচীনকাল থেকে অব্যাহত রয়েছে এবং এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।