Advertisment

Mamata Banerjee-Suvendu Adhikari: 'আমরা ভাগাভাগি করি না', নাম না করে শুভেন্দুকে দুষে ঐক্যের পাঠ মমতার!

Mamata Banerjee: সম্প্রতি দলেরই একটি বৈঠকে প্রকাশ্যে BJP-র সংখ্যালঘু মোর্চার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য নিয়ে দলের অন্দরে জলঘোলাও কম হয়নি। এমনকী গেরুয়া দলের সংখ্যালঘু মোর্চার শীর্ষ নেতা পর্যন্ত বিষয়টি নিয়ে শুভেন্দুর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sandeshkhali case investigation sheikh shahjahan enforcement directorate suvendu adhikari bengal minister, সন্দেশখালি মামলার তদন্ত শেখ শাহজাহান মমতার দুই মন্ত্রী ইডি শুভেন্দু অধিকারী

Mamata Banerjee-Suvendu Adhikari: মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী।

West Bengal Assembly Session: সংখ্যালঘু মোর্চা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রীর। সোমবার বিধানসভায় সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে তাঁর নাম নিয়েও তাঁকে উদ্দেশ্য করেই 'এক BJP নেতা' বলে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee। শুভেন্দুকে নিশানার পাশাপাশি এদিন মমতার মুখে ফের একবার সর্ব ধর্ম সমন্বয়ের কথাও উঠে এসেছে।

Advertisment

উল্লেখ্য, সম্প্রতি দলেরই একটি বৈঠকে প্রকাশ্যে BJP-র সংখ্যালঘু মোর্চার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য নিয়ে দলের অন্দরে জলঘোলাও কম হয়নি। এমনকী গেরুয়া দলের সংখ্যালঘু মোর্চার শীর্ষ নেতা পর্যন্ত বিষয়টি নিয়ে শুভেন্দুর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

এবার শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না নিয়ে বিরোধী দলনেতাকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপির এক নেতা বলছেন একে চাই ওকে চাই। ওকেই এবার মানুষ চাইবেন না। বিধানসভায় এসে দেখুন। এখানে সব ধর্মের মানুষ বসে আছেন। আমরা ভাগাভাগি করি না।"

আরও পড়ুন- Hawker Eviction: নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের আকুতি আরও তীব্র! পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার

উল্লেখ্য, সম্প্রতি দলেরই একটি বৈঠকে যোগ দিয়ে BJP-র সংখ্যালঘু সেল নিয়ে মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সব কা সাথ সব কা বিকাশ। আর বলব না। বলব যো হামারি সাথ হাম উনকা সাথ। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড ফর সংখ্যালঘু মোর্চা।”

আরও পড়ুন- Dakshineswar: দক্ষিণেশ্বরের রাস্তায় আস্ত বিমান! সেলফির হিড়িকেই যানজট

Suvendu Adhikari Mamata Banerjee Minority
Advertisment