তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসে রাজ্যে শিল্প আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে পাঁচ বছর পর বিদেশ সফরে গেলেন মমতা। মঙ্গলবার স্পেনের উদ্দেশে রওনা হলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন হঠাৎ স্পেন সফরে গেলেন মুখ্যমন্ত্রী, তার উত্তর বিমানবন্দরে ঢোকার মুখে দিয়ে গেলেন তিনি।
মঙ্গলবার সকালে বিমানে কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বিমান কিছুটা দেরি করায়, বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি জানিয়েছেন, "স্পেন থেকে বার বার প্রতিনিধিরা বাংলায় এসেছেন। কিন্তু বাংলা থেকে কেউ এর আগে যেতে পারেননি। মুখ্যমন্ত্রী বলেন, স্পেন আমাদের বইমেলায় এসেছিল। ওখানে নির্মাণশিল্প-সহ ভাল ভাল কিছু শিল্প রয়েছে। এরা বার বার আমাদের এখানে এসেছে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়।"
বিদেশ সফর থেকে কি কোনও চমক আসতে চলেছে, সেই প্রশ্নের উত্তর মমতা বলেন, "চমক তো পরে, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্য যাচ্ছি। সেই জন্য এই ছোট দেশকে বেছে নেওয়া।" এদিকে, স্পেন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন স্পেনের লা লিগা কর্তাদের সঙ্গে। এমনটাই জানা যাচ্ছে।
স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে লন্ডনে রয়েছেন মহারাজ। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে কমার্স-এ গ্রাজুয়েট হয়েছেন কন্যা সারা। মেয়ের কনভোকেশনে হাজির থাকতে সৌরভ সস্ত্রীক গিয়েছেন লন্ডনে।
আরও পড়ুন প্রতিশ্রুতি আড়ালে কার্যত ঘোষণাই করেছিলেন অভিষেক, বড় উপহার মমতার
সেখান থেকেই মাদ্রিদে পাড়ি দেবেন তিনি। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নন। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন দেবাশিস দত্ত, ইশতিয়াক আহমেদ রাজু। ইস্টবেঙ্গলের তরফে যাওয়ার কথা ছিল প্রণব দাশগুপ্ত-এর। তবে তিনি যেতে পারছেন না। ক্লাবের তরফে অন্য কেউ যাবেন। জানা যাচ্ছে, লাল-হলুদ ক্লাব সূত্রে। এছাড়াও একাধিক শিল্পপতিও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন স্পেনে।
কলকাতা থেকে মমতা প্রথমে দুবাই যাবেন। সেখানে বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন তিনি। সেখানে প্রবাসীদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। তার পর যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি আনাই ১১ দিনের এই সফরের লক্ষ্য হতে চলেছে। মুখ্যমন্ত্রী ফিরবেন আগামী ২৩ সেপ্টেম্বর।