Advertisment

Mamata Banerjee on Aparajita Bill 2024: 'আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই', বিধানসভায় শুভেন্দুদের হুঙ্কার মমতার

Aparajita Bill 2024: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ধর্ষণ-বিরোধী কড়া আইন আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে মঙ্গলবার ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Tmc MP Kirti Azad's wife passed away, কীর্তি আজাদের স্ত্রী প্রয়াত, মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee on Aparajita Bill 2024: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ধর্ষণ-বিরোধী কড়া আইন আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে মঙ্গলবার ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করল রাজ্য সরকার। সেই বিল নিয়ে অধিবেশনে উত্তপ্ত বাক্য বিনিময় হয় শাসক-বিরোধী পক্ষের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিলের সমর্থন করলেও সাফ জানান, আগে রেজাল্ট দেখতে চাই। সেই সঙ্গে শুভেন্দু এবং বিজেপি বিধায়করা সমস্বরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

Advertisment

বিল নিয়ে বিরোধী দলনেতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা তীব্র কটাক্ষ করেন বিজেপিকে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক ধর্ষণ-যৌন নিগ্রহের ঘটনার কথা উল্লেখ করে বিজেপিকে আক্রমণ করেন মমতা। বলেন, আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। তার পরে বাকি কথা। গুজরাট এবং উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। তখনই বিধানসভায় হই-হট্টগোল শুরু হয়। মমতার বক্তৃতা চলাকালীনই তাঁর পদত্যাগের দাবি তোলে বিরোধীরা।

বিধানসভায় কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দুর প্রশ্নের উত্তরে মমতা বলেন, 'কামদুনিতে ৩ সপ্তাহে চার্জশিট হয়েছিল। আপনারা বলেছেন ট্রেনে ধর্ষণ হয়েছে। ট্রেনটা কি আমাদের? ট্রেনের ভিতরের সুরক্ষার দায়িত্ব আরপিএফের। সেটা তাদের ব্যর্থতা।' বিরোধী দলনেতা কিছু খবরের কাগজের প্রিন্ট আউট নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে মমতা বলেন, 'খবরের কাগজ তৈরি করাও হতে পারে। ওগুলো ফেক নিউজ। আর আপনারা এই সব বলছেন, উন্নাওয়ের কথা বলবেন না। হাথরসের ঘটনায় বিচার পায়নি কেউ। এই গুলো ফলিয়ে বলার কথা নয়। ওই সমস্ত ঘটনা লজ্জার। যে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যে বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাকে ফুল মালা দিয়ে সংবর্ধনা! ধর্ষণে উসকানি নয়?'

আরও পড়ুন নির্যাতিতার মৃত্যু হলে ধর্ষকের ফাঁসি, ২১ দিনেই তদন্ত শেষ, ধর্ষণ-বিরোধী কড়া বিল রাজ্যের

অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, ‘‘এটা একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি।সব রাজ্য এটা আগামী দিন মনে করবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিজেপির মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি। রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছেন তাঁদের পদত্যাগ দাবি করছি। বিরোধী দলনেতা গুলি চালানোর কথা বলেছেন, তাঁরও পদত্যাগ দাবি করছি। আরজি করের দোষীদের ফাঁসি হোক, এটা আমরা চাই।’’

rape RG Kar Medical College Suvendu Adhikari West Bengal Assembly Mamata Banerjee
Advertisment