New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/mamata-tmcp.jpg)
মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্ত রাখলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দিলেন তিনি?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একনজরে...
Advertisment
- 'তৃণমূলের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে। রাজনীতি না করলে বলতাম জিভ টেনে ছিঁড়়ে নিতে হবে। আমরা লিস্ট করে রাখছি কারা বদনাম করছে়।'
- 'যে শিক্ষা নিয়ে এত কথা চলছে, তা বিচারাধীন কিছু বলব না। কিন্তু প্রশ্ন করি, সিপিএমের আমলে কত চাকরি হয়েছে তার নথি কোথায়? টাকা নিয়েছো আর চাকরি দিয়েছো।'
- 'পার্থ, অনুব্রত, ববি চোর, অভিষেক চোর, এমনকী আমাকেও চোর বলছে। আমরা সবাই চোর, আর ওরা সাধু?'
- 'প্রার্থ দোষ করলে আমায় টেনে নেওয়া হচ্ছে।'
- 'ED, CBI-কে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। ওরা জনগণের টাকা লুঠ করছে। বিজেপি বিদেশে টাকা পাচার করছে।'
- 'মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে টাকা দিয়ে সরকার ফেলা হচ্ছে। কত টাকা লেনদেন হয়েছে? কিন্তু বাংলায় হবে না।'
- 'আমাদের অফিসারদের দিল্লি ডাকা হচ্ছে। আমাদের অফিসারদের ডাকলে দিল্লির অফিসারদেরও ডাকা হবে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
- 'আপনাদের কোথায় কত টাকা লুকনো আছে সব জানি।'
- 'আমি ১ লক্ষ টাকা করে পেনশন ১২ বছর ধরে নিই না, কত টাকা হয়, হিসেব করুক ছাত্র-যুবরা। বই কেন বিক্রি করি, তা নিয়ে প্রশ্ন। বুকফেয়ারে খোঁজ নিয়ে দেখুন, কোন বই বেস্টসেলার। লিখে দেখান না ১০০০ কবিতা।'
- 'আমরা সবাই আলাদা আলাদা পরিবার। মায়ের দায়িত্ব ছিল আমার। সকলের পরবর্তী প্রজন্ম হয়েছে, তারা উপার্জন করেছে। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে। আমি বলি, এই মামলা ইন্টারন্যাশনাল আদালতে হোক।'
- 'ববিকে গ্রেফতার করলে জানবেন সব সাজানো। একটা কথাও বিশ্বাস করবেন না। কেষ্টকে ওরা গ্রেফতার করেছে। ওঁর মতো সাহায্যকারী ছেলে আমি দেখিনি।
- 'ইউনেস্কোর চিঠিও পাঠায়নি কেন্দ্রীয় সরকার। কী সরকার রে বাবা? আমি আবার হোয়্যাটসঅ্যাপ করে আনালাম।'
Advertisment
আরও পড়ুন-‘সমাবেশের পরেই হয়তো কাউকে গ্রেফতার করবে’, বিরাট আশঙ্কা অভিষেকের