Advertisment

'বদনাম করলেই জিভ টেনে ছিঁড়ে নেব', হুঙ্কার মমতার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্ত রাখলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দিলেন তিনি?

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একনজরে...

  • 'তৃণমূলের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে। রাজনীতি না করলে বলতাম জিভ টেনে ছিঁড়়ে নিতে হবে। আমরা লিস্ট করে রাখছি কারা বদনাম করছে়।'
  • 'যে শিক্ষা নিয়ে এত কথা চলছে, তা বিচারাধীন কিছু বলব না। কিন্তু প্রশ্ন করি, সিপিএমের আমলে কত চাকরি হয়েছে তার নথি কোথায়? টাকা নিয়েছো আর চাকরি দিয়েছো।'
  • 'পার্থ, অনুব্রত, ববি চোর, অভিষেক চোর, এমনকী আমাকেও চোর বলছে। আমরা সবাই চোর, আর ওরা সাধু?'
  • 'প্রার্থ দোষ করলে আমায় টেনে নেওয়া হচ্ছে।'
  • 'ED, CBI-কে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। ওরা জনগণের টাকা লুঠ করছে। বিজেপি বিদেশে টাকা পাচার করছে।'
  • 'মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে টাকা দিয়ে সরকার ফেলা হচ্ছে। কত টাকা লেনদেন হয়েছে? কিন্তু বাংলায় হবে না।'
  • 'আমাদের অফিসারদের দিল্লি ডাকা হচ্ছে। আমাদের অফিসারদের ডাকলে দিল্লির অফিসারদেরও ডাকা হবে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
  • 'আপনাদের কোথায় কত টাকা লুকনো আছে সব জানি।'
  • 'আমি ১ লক্ষ টাকা করে পেনশন ১২ বছর ধরে নিই না, কত টাকা হয়, হিসেব করুক ছাত্র-যুবরা। বই কেন বিক্রি করি, তা নিয়ে প্রশ্ন। বুকফেয়ারে খোঁজ নিয়ে দেখুন, কোন বই বেস্টসেলার। লিখে দেখান না ১০০০ কবিতা।'
  • 'আমরা সবাই আলাদা আলাদা পরিবার। মায়ের দায়িত্ব ছিল আমার। সকলের পরবর্তী প্রজন্ম হয়েছে, তারা উপার্জন করেছে। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে। আমি বলি, এই মামলা ইন্টারন্যাশনাল আদালতে হোক।'
  • 'ববিকে গ্রেফতার করলে জানবেন সব সাজানো। একটা কথাও বিশ্বাস করবেন না। কেষ্টকে ওরা গ্রেফতার করেছে। ওঁর মতো সাহায্যকারী ছেলে আমি দেখিনি।
  • 'ইউনেস্কোর চিঠিও পাঠায়নি কেন্দ্রীয় সরকার। কী সরকার রে বাবা? আমি আবার হোয়্যাটসঅ্যাপ করে আনালাম।'

আরও পড়ুন- ‘সমাবেশের পরেই হয়তো কাউকে গ্রেফতার করবে’, বিরাট আশঙ্কা অভিষেকের

abhishek banerjee tmc Mamata Banerjee TMCP
Advertisment