/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/Mamata-Abhisek.jpg)
অভিষেকের বক্তব্যে সায় নেই মমতার।
একুশের ভরা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে বদল আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যজুড়ে বুথে-বুথে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক। ঠিক তার পরক্ষণেই মাইক হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ঘোষিত কর্মসূচিতে বদলের কথা জানালেন।
আগামী ৫ অগাস্ট রাজ্যের বুথস্তর পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ব্লকে ব্লকে-বুথে বুথে বিজেপি নেতাদের তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। বয়স্কদের ছাড় দেবেন। আগামী ৫ অগাস্ট কোচবিহার থেকে কাকদ্বীপ ৩৪১টি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘেরাও চলবে।'
আরও পড়ুন- ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’, সুকান্ত-শুভেন্দুদের ‘রক্তচাপ’ বাড়ালেন অভিষেক!
তবে অভিষেকের এই বার্তায় কিছুটা বদল আনেন তৃণমূলনেত্রী। মঞ্চে বক্তৃতা করতে উঠে তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, 'বুথস্তরে নয়, ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও কর্মসূচি চলবে। যাতে কেউ অবরুদ্ধ বলতে না পারে।'
এছাড়াও পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। পরিকল্পনা করে বাংলাকে অসম্মান করতেই বিরোধীরা কুৎসা রটাচ্ছে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো। এপ্রসঙ্গে তিনি বলেন, '৭১ হাজার বুথের তিনটে জায়গায় গোলমাল হয়েছে। ভাঙড়ে হাঙররা গন্ডগোল করেছে। পরিকল্পনা করে বাংলাকে অসম্মান বিজেপির। নকল ভিডিও তৈরি করে অসম্মানের চেষ্টা।'