আদালতের রায়ে স্বস্তিতে রাহুল গান্ধী। খুশি বাংলার মুখ্যমন্ত্রী। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, 'রাহুলের সাংসদ পদ নিয়ে খবরে আমি খুশি। মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয়ী হতে ইন্ডিয়া জোটের সঙ্কল্প আরও মজবুত হল।'
গত ২৪শে মার্চ সুরত আদালতের ওই রায় ঘোষণার সময় 'ইন্ডিয়া' জোটের শরিক ছিল না কংগ্রেস এবং তৃণমূল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'গণতন্ত্রিক ভারতবর্ষ এখন সোনার পাথরবাটি।' অর্থাৎ রাহুলের পাশেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট গঠন হয়েছে। ২৬ শরিকের মধ্যে অন্যতম কংগ্রেস ও তৃণমূল। বেঙ্গালুরুতে সনিয়া ও রাহুল গান্ধীর মাঝে বসতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। হাসিমুখে কথাও বলতে দেখা গিয়েছে তাঁদের। নিজের ভাষণে বলেছিলেন যে, 'আওয়ার ফেভারিট রাহুল'। এরপর এদিন সুরতের নিম্ন আদালত রাহুলের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছে তার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খুশি'র প্রেক্ষাপট প্রায় প্রস্তুতই ছিল।
এআইসিসি-র নেতাদের কথায়, বেঙ্গালুরুর মঞ্চেও বলা হয়েছিল যে রাজ্যস্তরে নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকতেই পারে। তা থাকবেও। কিন্তু ২৬টি দল একত্রিত হয়েছে জাতীয় স্বার্থে। স্বৈরাচারী শাসকের হাতে দেশ বিপন্ন। তাই বৃহত্তর দৃষ্টিভঙ্গী নিয়ে এই জোটকে দেখতে হবে।