scorecardresearch

ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স, আমলাদের ভাবতে বললেন মুখ্যমন্ত্রী মমতা

হঠাৎ কেন এই ভাবনা?

mamata banerjee suggested diploma course in medical course , ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স, আমলাদের ভাবতে বললেন মুখ্যমন্ত্রী মমতা
নয়া ভাবনার কথা শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী।

ইঞ্জিয়ারিং পাঠক্রমের মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী নিজের ভাবনার কথা তুলে ধরেন। জানান, এতে রোগী ও চিকিৎসকের অনুপাতের ঘাটতি যেমন মিলবে তেমনই ডিপ্লোমা চিকিৎসকদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও কাজে লাগানো যাবে।

কী বলেছেন মমতা?

রাজ্যে ডাক্তারের ঘাটতি রয়েছে। এ জন্য জেলা হাসপাতালগুলিকেই ভুগতে হয় বেশি। প্রায়ই এই অভাবের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ঘাটতি পূরণে বাড়ানা হয়েছে ডাক্তারি পাঠের আসন সংখ্যা। কিন্তু, অনেকেই পাস করার পর এ রাজ্যে থাকছেন না। ফলে লাভের লাভ হচ্ছে না। এ নিয়ে কথা বলতে গিয়েই নিজের ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত আমলাদের উদ্দেশে মমতা বলেন,’অনেক হাসপাতাল হচ্ছে, যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ইঞ্জিনিয়ারদের মতো ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না দেখো। তাহলে অনেক ছেলে-মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে।’

মুখ্যমন্ত্রীর দাবি, ‘এতে পাঁচ বছর ধরে প্রশিক্ষণে আমরা যে অরিজিনাল ডাক্তার পাচ্ছি, তাদের অনেকটা সময় যাচ্ছে… পড়াশোনা করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু যেহেতু হাসপাতাল বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, বেড বাড়ছে… যদি সমান্তরালভাবে একটি ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজে লাগানো যায়, তাহলে মনে হল ভাল রেজাল্ট দেবে।’

তিন, চার জনের একটি কমিটি গঠন করে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী আমলাদের বলেছেন। বিষয়টি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে জানানো হবে।

আরও পড়ুন- কালিয়াগঞ্জ কাণ্ড: হাইকোর্টের বড় পদক্ষেপ, তদন্তে জাঁদরেল পুলিশ অফিসার ও দুই অভিজ্ঞ আইপিএস

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee suggested diploma course in medical course