West Bengal CM Mamata Banerjee Injured: লোকসভা ভোটের মুখে ভয়ঙ্কর চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার গুরুতর চোট পেয়েছেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর কপালে ফেটে রক্ত বেরোচ্ছে, এমন ছবি পোস্ট করেছে তৃণমূল। কীভাবে কখন এই চোট পেলেন মমতা, তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, বাড়ির ভিতরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কপালে সেলাই করা হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই কোনওভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। কপাল ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে তাঁকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন। ক্ষত বেশ গভীর বলেই জানা গিয়েছে।
ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেছিলেন অভিষেক। সেখান থেকে কলকাতা ফিরেই তিনি সোজা এসএসকেএম হাসপাতালে যান। অভিষেক ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনই স্পষ্ট নয়। তবে হাঁটার সময় মমতা পড়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে। আবার কেউ তাঁকে ধাক্কা দিয়েছেন কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন Arjun Singh: অর্জুন বধে হাতিয়ার তাঁর পরিবারের লোকই! কী করল তৃণমূল?
জানা গিয়েছে, অভিষেকের পাশাপাশি হাসপাতালে গিয়েছেন তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। গিয়েছেন মমতার চোট ভাই স্বপন ওরফে বাবুনও। গতকালই বাবুনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ, আহত দিদিকে দেখতে হাসপাতালে বাবুন। এদিকে, মমতার আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।