Advertisment

Mamata Banerjee-Suvendu Adhikari: গতরাতেই দিল্লির বিমান ধরেছেন শুভেন্দু, আজ যাচ্ছেন মমতাও, সরগরম রাজধানী

Mamata-Suvendu in Delhi: আবারও রাজধানী দিল্লির সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধের বিমানেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতার ধর্নামঞ্চ থেকেই এবারের এই দিল্লি সফরের কারণ জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিকে, গতকাল রাতেই দিল্লিতে উড়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali mamata banerje suvendu adhikari section 144 police

Mamata-Suvendu: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

Mamata Banerjee-Suvendu Adhikari: রবিবার রাতেই দিল্লি (Delhi) উড়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইদিনে দিল্লিতে থাকবেন যুযুধান দুই বিরোধী নেতা। তবে দু'জনেই ভিন্ন ভিন্ন কর্মসূচিতে দিল্লিতে হাজির থাকবেন।

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই দিল্লি সফরের কথা কলকাতার ধর্নামঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন। এক দেশ, এক নির্বাচন (One Nation one Election) ইস্যুতে তৈরি কমিটির বৈঠকে যোগ দিতেই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের এই কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর। তবে এই পর্বে আগামিকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। আগামিকাল দুপুরে বৈঠক সেরে সন্ধের বিমানেই কলকাতায় ফেরার কথা তৃণমূল (TMC) সুপ্রিমোর।

আরও পড়ুন- Lovely Maitra: ‘দল থাকলেই রোজগার’, তৃণমূলের লাভলি-বচনে কটাক্ষের স্রোত বইয়ে দিচ্ছেন বিরোধীরা!

এর আগে গত শুক্রবার কলকাতার ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "একদিনের জন্য দিল্লি যেতে হবে। রাজনীতির জন্য নয়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ওঁরা একটি কমিটি করেছে। আমাকে তাঁরা মতামত জানাতে ডেকেছে। ৫ তারিখ সন্ধেয় যাব, ৬ তারিখে বেলা ২টোয় মিটিং করে সন্ধেয় ফিরে আসব।"

আরও পড়ুন- Premium: বই সংগ্রহই নেশা, বইমেলা থেকে লক্ষাধিক টাকার বই কিনে নজির নদিয়ার শিক্ষকের 

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আচমকা এই দিল্লি সফর ঘিরে গুঞ্জন বাড়ছে। বিজেপি (BJP) সূত্রের দাবি, গেরুয়া দলের শীর্ষ নেতৃত্বের জরুরি তলব পেয়েই দিল্লি ছুটে গিয়েছেন নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। সেই কারণেই বঙ্গে দলের রণকৌশল নির্ধারণ নিয়ে পদ্ম শিবিরেরর শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর আলোচনা হতে পারে।

tmc bjp Mamata Banerjee delhi Suvendu Adhikari loksabha election 2024
Advertisment