Mamata-Suvendu: আবারও বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ইন্টারকমে কথা হয়েছে বলে দাবি করে শোরগোল ফেলে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী কাদের কাদের নিয়ে বৈঠক করেছেন, সেই তালিকাও দিয়েছেন শুভেন্দু। যদিও বিরোধী দলনেতার দাবি ভিত্তিহীন বলে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
"২.৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী পিজি হাসপাতালের সুপারের চেম্বারে বসেছিলেন। সেখানে স্বাস্থ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার, পিজির সুপার ছিলেন। সন্ধে ৭টা অবধি সেই বৈঠক চলেছে। আমার কাছে খবর আছে সুজয়কৃষ্ণ ভদ্রের ব্যাপারে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমারও ছিলেন। সেখানেও দেড় ঘণ্টা আলোচনা হয়েছে। কীভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুঠ করা যায় সেব্যাপারে আলোচনা হয়েছে।"
আরও পড়ুন- Amrit Bharat Express: মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসে ভাড়া কত? কোন কোন স্টেশনে স্টপেজ?
আরও পড়ুন- জাতীয়স্তরের অসামান্য স্বীকৃতি মুঠোয়! তামাম রাজ্যকে পিছনে ফেলে ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার কলেজ
যদিও শুভেন্দু অধিকারীর এই দাবি ভিত্তিহীন বলেই উড়িয়েছে তৃণমূল। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এই ধরনের অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন। যা মুখে আসছে বলে দিচ্ছে। বাজে কথা বলাটা রুটিন করে ফেলেছেন। উনি চিকিৎসা করাতে গিয়েছিলেন। চিকিৎসা করিয়েছেন এবং চলে এসেছেন।"
আরও পড়ুন- Premium: কলকাতার এই প্রবীণ সংগ্রহ করেন উনিশ শতকের অমূল্য সব ‘সুচ-সুতোর’ ভালোবাসা