সোমবার তুলকালাম হল বিধানসভায়। বাজেট অধিবেশন প্রারম্ভিক ভাষণে রাজ্যপাল বক্তব্য 'মিথ্য' বলে দাবি করেন বিরোধী দলনেতা। কেন সিভি আনন্দ বোসের কথায়, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আবাস কেলেঙ্কারি, রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গ আসেনি তা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান শুভেন্দু। যা বিধানসভার নথিতে লিপিবদ্ধ হবে না বলে জানিয়ে দেন স্পিকার। যা নিয়ে অধ্যক্ষ ও বিরোধী দলনেতার মধ্যে বাগবিতন্ডা হয়। পাল্টা 'পিসি চোর, ভাইপো চোর' বলে কক্ষত্যাগ করেন বিজেপি বিধায়করা। এরপরই অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই জন্য ক্ষমাও চেয়ে নেন মমতা।
Advertisment
বিরোধী দলনেতা বিধানসভায় এদিন বলেছেন, 'রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে।' নিয়োগ ও আবাস দুর্নীতির সঙ্গেই পঞ্চায়েত ভোটে আগে তৃণমূল নেতৃত্ব 'হিংসায় প্ররোচনা' দিচ্ছেন বলে অভিযোগ করেন। সরব হন কেন্দ্রীয় অনুদানের অর্থ অন্য খাতে খরচ নিয়েও। সরকারি আমলাদের রাজ্য বাসভবন দেওয়ার পরও কেন তাঁরা বাড়িভাড়া বাবদ বিশেষ ভাতা নিচ্ছেন, তাও জাতে চান মুখ্যমন্ত্রীর থেকে। যেগুলিই না-পসন্দ বিধানসভার অধ্যক্ষের।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিরোধী দলনেতা তাঁর সঙ্গে 'দুর্ব্যবহার' করেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধ্যক্ষ স্বাধিকার প্রস্তাব আনার কথা ঘোষণা করেন। কিন্তু, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেওয়ায় সাসপেনশন প্রস্তাব বাতিল করে দেন অধ্যক্ষ।
পরে শুভেন্দু বলেন, 'আমার বক্তব্যে কোনও অসংসদীয় ভাষা ছিল না। তবুও আমার কথা মুখ্যমন্ত্রীর নির্দেশে রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। অধ্যক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু উনি তা শোনেননি। '