scorecardresearch

লকডাউনে এবার সাতসকালেই খুলবে মিষ্টির দোকান, নয়া সূচি জানালেন মমতা

”আগামী ৬ মাস রেশন বিনামূল্য়ে দেওয়া হবে। মাসে ৫ কেজি করে রেশন দেওয়া হবে। যাতে সকলে সম্পূর্ণ রেশন পান, সেজন্য় খাদ্য় দফতরের সচিব নিয়োগ করা হয়েছে”।

mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মমতা, মিষ্টির দোকান, মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ৮টা থেকে, sweet shops, coronavirus, lockdown, mamata, মমতা, লকডাউন, করোনাভাইরাস, sweet shop
প্রতীকী ছবি।

মিষ্টিপ্রিয় বাঙালির জন্য় লকডাউনের মধ্য়েও বাংলায় মিষ্টির দোকান খোলায় ছাড়পত্র দিয়েছে মমতা সরকার। এবার ক্রেতা ও বিক্রেতাদের কথা মাথায় রেখে মিষ্টির দোকান খোলার সময় বদল করা হল। লকডাউন চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে বাংলায়। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে, লকডাউন পরিস্থিতিতে সকলে যাতে সম্পূর্ণ রেশন পান, সেদিকে জোর দিয়েছেন মমতা। এদিন খাদ্য় দফতরের সচিব নিয়োগ করা হয়েছে।

এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ”দুপুরে মানুষ আসতে পারেন না দোকানে। অনেকেই এ বিষয়টি দেখার জন্য় আর্জি জানিয়েছিলেন। তাই সকাল ৮টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান”। উল্লেখ্য়, এর আগে মিষ্টির দোকান দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত খোলার কথা জানানো হয়েছিল।

আরও পড়ুন: বাংলায় করোনায় মৃত বেড়ে ১০, আক্রান্ত ১৪৪: মুখ্য়সচিব

রেশন বণ্টন প্রসঙ্গে এদিন মমতা বলেন, ”বারবার বলা সত্ত্বেও ১০ শতাংশ মানুষ অর্ধেক রেশন পাচ্ছেন না। কেউ যদি ভেবে থাকেন রেশন দোকান তাঁর নিজের, তাহলে ভুল হবে। সরকার কৃষকদের থেকে চাল কেনে। আগামী ৬ মাস রেশন বিনামূল্য়ে দেওয়া হবে। মাসে ৫ কেজি করে রেশন দেওয়া হবে। যাতে সকলে সম্পূর্ণ রেশন পান, সেদিকে দেখতে হবে। আজ খাদ্য় দফতরের নতুন সচিব নিয়োগ করা হয়েছে”।

রেশন বণ্টন প্রসঙ্গে মমতা এদিন বলেন, ”এ নিয়ে কোনও রাজনৈতিক দলের জলঘোলা করার দরকার নেই”।

এদিকে, বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১০। রাজ্য়ে এই মুহূর্তে করোনা আক্রান্তে সংখ্য়া ১৪৪। নবান্নে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্য়সচিব রাজীব সিনহা। রাজ্য়ে আরও ৯ জন করোনা মুক্ত হয়েছেন বলে এদিন জানান মুখ্য়সচিব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee sweet shop west bengal coronavirus lockdown ration