Advertisment

West Bengal Flood Situation: ঝাড়খণ্ডের জলে চাপ বাড়ছে বাংলায়, উদ্বিগ্ন মমতা ফোনে কী বললেন হেমন্তকে?

Mamata Banerjee talks with Hemant Soren: গোটা রাজ্যেই গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। পড়শি ঝাড়খণ্ডেও টানা বৃষ্টি চলছথে দফায়-দফায়। এই দুর্যোগের আবহে গোদের উপর বিষফোঁড়ার মতো উদ্বেগ বাড়িয়েছে DVC। শনিবার থেকে জল ছাড়তে শুরু করেছে DVC। ডিভিসি-র ছাড়া জলেও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। একইভাবে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee talks with Hemant Soren regarding Flood Situation, হেমন্ত সোরেন, মমতা ব্যানার্জি, বন্যা পরিস্থিতি

Hemant Soren & Mamata Banerjee: হেমন্ত সোরেন ও মমতা ব্যানার্জি।

Mamata Banerjee: এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েকদিনের টানা বৃষ্টির (Rain) জেরে রাজ্যে একাধিক জেলায় প্লাবন পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। DVC-র পাশাপাশি ঝাড়খণ্ড (Jharkhand) থেকে আসা জলেও চাপ তৈরি হচ্ছে বাংলায়। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে শেষমেষ পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির উপর তাঁকেও নজর রাখতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, "আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি তাঁর সঙ্গে তেনুঘাট থেকে হঠাৎ ও ব্যাপক পরিমাণে জল ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যা ইতিমধ্যেই বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে। আমি তাঁকে বলেছি ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে, এবং এটি মানুষের তৈরি করা! আমি তাঁকে অনুরোধ করেছি দয়া করে বিষয়টির দিকে নজর দিন।"

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "আমি গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সংশ্লিষ্ট সমস্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলেছি। আমি জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক থাকতে এবং আগামী ৩-৪ দিনের মধ্যে দুর্যোগ পরিস্থিতির যথাযথ মোকাবিলা করতে বলেছি। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি।"

আরও পড়ুন- Akhil Giri: মহিলা রেঞ্জারকে কুকথার ‘ফুলঝুড়ি’ অখিল গিরির! ঘরে-বাইরে চাপে পড়ে কী সাফাই মন্ত্রীমশাইয়ের?

উল্লেখ্য, গোটা রাজ্যেই গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। পড়শি ঝাড়খণ্ডেও টানা বৃষ্টি চলছথে দফায়-দফায়। এই দুর্যোগের আবহে গোদের উপর বিষফোঁড়ার মতো উদ্বেগ বাড়িয়েছে DVC। শনিবার থেকে জল ছাড়তে শুরু করেছে DVC। ডিভিসি-র ছাড়া জলেও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আবহাওয়ার উন্নতি না হলে এবং DVC জল ছাড়তেই থাকলে রাজযের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুন- Weather Forecast: বৃষ্টির রেশ কমলেও উদ্বেগের পারদ চড়ছেই! DVC-র ছাড়া জলে প্লাবন পরিস্থিতির আশঙ্কা

Mamata Banerjee jharkhand Hemant Soren Flood Situation
Advertisment