/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Mamata-Banerjee-Pm-Modi.jpg)
Modi-Mamata: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee suffers major injury: বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আঘাত পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগের ছবি ধরা পড়ে সব মহলেই। মমতা বন্দ্যেপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একের এপর এক পোস্ট করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) থেকে শুরু করে রাহুল গান্ধী (Rajul Gandhi), শশী থারুর (Shashi Tharur), তেজস্বী যাদব (Tejashwi Yadav), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে X হ্যান্ডলে পোস্ট করেছেন। এবার প্রধানমন্ত্রীকেও কৃতজ্ঞতা জানিয়ে পাল্টা পোস্ট তৃণমূল সুপ্রিমোর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে X হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আপনার প্রার্থনা এবং শুভ কামনার জন্য কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধন্যবাদ।" এর আগে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী X হ্যান্ডলে পোস্ট করে লিখেছিলেন, "আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।"
Grateful for your prayers and good wishes, PM @narendramodi ji. Thank you. https://t.co/fKHvvjQEbh
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2024
উল্লেখ্য, গতকাল সন্ধেয় কালীঘাটের বাড়িতে আচমকা পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল ফেটে গলগল করে রক্ত বেরোতে শুরু করে। সেই সময়ে বাড়িতেই ছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রীকে দ্রুত SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- Lok Sabha polls: অপেক্ষার পালা শেষ….! কবে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ? সামনে এল বড় আপডেট
I pray for a quick recovery and the best health for Mamata Didi. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) March 14, 2024
সেখানে তাঁর কপাল ও নাক মিলিয়ে মোট ৪টি সেলাই পড়ে। অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাড়ি ফিরতে আগ্রহী ছিলেন। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।