Advertisment

Mamata Banerjee: জোট রাজনীতিতে কোন পথে তৃণমূল? গনি গড়ে স্পষ্ট ঘোষণা মমতার

I.N.D.I.A Alliance: উনিশের লোকসভা নির্বাচনে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ- দু'টি আসনই হাতছাড়া হয়েছে। মালদহ উত্তর আসন জিতেছেন বিজেপির খগেন মুর্মু। মালদহ দক্ষিণ গণি পরিবারের সদস্য, কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee tmc lok sabha poll 2024 opposition india alliance congress rahul gandhi malda , মমতা বিরোধী ইন্ডিয়া জোট কংগ্রেস রাহুল গান্ধী মালদা

TMC: মালদার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee On Alliance With Congress: বাংলায় বিরোধী 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ অন্ধকারেই। বুধবার কংগ্রেস গড় মালদায় দাঁড়িয়ে ফের একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। সাফ জানান, তিনি সিপিএমকে কখনও ক্ষমা করবেন না। আর কংগ্রেস কাস্তে হাতুড়ির সঙ্গ ত্যাগ না করলে তিনি হাত ধরবেন না।

Advertisment

এদিন মালদায় বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি কংগ্রেসকে বললাম, তোমাদের কোনও বিধায়ক নেই, আমি মালদহে দুটি আসন দিচ্ছে। আমরাই জিতিয়ে দেব। কিন্তু ওরা বলল, না। আমাদের অনেক চাই। আমি বললাম, একটাও দেব না। তুমি আগে সিপিএমের সঙ্গ ছাড়ো।'

তৃণমূল নেত্রী আগেই 'ইন্ডিয়া' জোটে সিপিএমের দাদাগিরির অভিযোগ তুলেছিলেন। এদিন মমতা দাবি করেন, 'আমাকে সিপিএম মাথা থেকে পা পর্যন্ত মেরেছিল। আমি সিপিএমকে কখনও ক্ষমা করবেন না। আর আজ সিপিএম ওদের (কংগ্রেস) নেতা হয়েছে।' কংগ্রেস, রাহুল গান্ধীকে তোপ দেগে তাঁর বক্তব্য, 'একমাত্র তৃণমূলই পারবে বিজেপিকে হারাতে। আর কারও সেই ক্ষমতা নেই। কংগ্রেস, সিপিএম এরা সব বিজেপির হাত ধরে চলছে। বিজেপিকে সুবিধা করিয়ে দিচ্ছে।'

আরও পড়ুন- Rahul Gandhi: বিহার থেকে বাংলায় ঢুকতেই রাহুলের গাড়িতে ঢিল! অধীরের ইঙ্গিতে তোলপাড়কাণ্ড

এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের প্রধান বাধা হিসাবে দায়ী করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। খোদ মুখ্যমন্ত্রী অধীরের বিরুদ্ধে বহরমপুরে দলীয় প্রার্থী দেওয়ার কথা বলেছেন। মালদায়ও তাঁর নিশানায় ছিল কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব। কংগ্রেস যে আদতে বিজেপিকে শক্তি যোগাচ্ছে তা বোধাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মাত্র দু'টি সিটে কংগ্রেস জিতেছে। কী করেছে কংগ্রেস এখানে, বলুন তো আপনারা। বরকত দা কংগ্রেসের জন্য করেছেন। তারপর কী করেছে? ওঁর পরিবার ভোট দাঁড়াবে নাকি সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কংগ্রেস সিপিআইএম-এর হাত মিলিয়ে বিজেপিকে শক্তিশালী করছে।'

উনিশের লোকসভা নির্বাচনে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ- দু'টি আসনই হাতছাড়া হয়েছে। মালদহ উত্তর আসন জিতেছেন বিজেপির খগেন মুর্মু। মালদহ দক্ষিণ গণি পরিবারের সদস্য, কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই দুটি আসনেই কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে লড়াই করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে তাই কংগ্রেসকে বাদ দিয়েই এই জেলায় একার শক্তিতেই লড়বে তৃণমূল।

tmc CONGRESS rahul gandhi Mamata Banerjee adhir choudhury Malda Maldah opposition india alliance
Advertisment