Advertisment

I.N.D.I.A Alliance: মমতার নিশানায় পুরনো টার্গেট! 'ইন্ডিয়া' জোটকে অর্ধচন্দ্র তৃণমূল নেত্রীর

I.N.D.I.A Alliance Lok Sabha Election 2024: প্রশ্নের মুখে বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ, এরপর আদৌ কি বিরোধীদের আসন বণ্টন সুষ্ঠুভাবে করা সম্ভব?

author-image
IE Bangla Web Desk
New Update
Chhattisgarh CM Vishnu Deo Sai targets Mamata Banerjee over Sandeshkhali , ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সন্দেশখালির অভিযুক্তদের ধরতে মমতাকে চিঠি দিয়েছেন

TMC: বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee on I.N.D.I.A alliance: মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন, কিন্তু একইসঙ্গে পার্কসার্কাসের সভায় বাংলার মুখ্যমন্ত্রীর মুখে চরম আক্ষেপের সুর ধরা পড়ল। তৃণমূল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোটের অন্যতম শীর্ষ নেত্রী। সেই মমতার মুখেই ভয়ঙ্কার অভিযোগ শোনা গেল ইন্ডিয়া জোটের আরেক শরিকের বিরুদ্ধে! ফলে প্রশ্নের মুখে বিরোধী জোটের ভবিষ্যৎ। তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, বিজেপি তাঁর মূল শত্রু হলেও পুরনো প্রতিপক্ষের বিরুদ্ধে দৃষ্ঠিভঙ্গি লঘু করতে নারাজ তিনি।

Advertisment

কী অভিযোগ মমতার?

সংহতি যাত্রা শেষে সোমবার গেরুয়া শিবিরকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই টেনে আনেন বিরোধী ইন্ডিয়া জোটের কথা। যা বলতেই গিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাদের সঙ্গে আমরা জীবনের ৩৪ বছর ধরে লড়াই করেছি, তাদের কোনও পরামর্শ আমরা শুনব না। আমাদের অনেক অসম্মান করা হয়। কিন্তু তাও, আমরা বলেছিলাম, যে আঞ্চলিক দল যেখানে শক্তিশালী, সেই জায়গাটা তাঁদের উপর ছেড়ে দেওয়া হোক।'

সেই সঙ্গেই নাম না করে কংগ্রেসের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো বলেন, '৩০০ আসনে আপনারা এককভাবে লড়ুন, আমরা সাহায্য করে দেব। আমরা তোমাদের কোনও আসনে লড়ব না।' এরপরই তুলে ধরেন নিজের আক্ষেপের কথা। মমতার কথায়, 'ইন্ডিয়ার নাম আমরা দিয়েছি। কিন্তু আমাদের এটা বলতে খুব দুঃখ হচ্ছে, আমরা যখন বৈঠকে যাই, দেখি সিপিএম বৈঠককে কন্ট্রোল করে। ওরা বলছে, যা মর্জি করব।'

আরও পড়ুন- Mamata Banerjee Sanghati Rally: অযোধ্যায় মোদীর রামমন্দির উদ্বোধন, কলকাতায় ৩০ বছর আগের স্মৃতিচারণায় কীসের ইঙ্গিত মমতার?

ইন্ডিয়া জোটের শরিকদের বাংলার মুখ্যমন্ত্রীর সতর্কতা, 'একটা কথা মাথায় রাখুন, বিজেপিকে সাহায্য করবেন না। আল্লা কসম আপনারা ক্ষমা করবেন না, আমিও করব না।'

নাম না করলে এদিন রাহুল গান্ধীকেও একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আমাদের সাহস আছে। আজ তো আমরা মিছিল করলাম। সাহস দেখলাম। এতগুলো রাজনৈতিক দল আছে। কে কী সাহস দেখাল? আমরা তো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার… সব ধর্মীয় স্থানে গিয়েছি। একটা মন্দির ভিজিট করলেই হয়ে য়ায় নাকি?' উল্লেখ্য, ভারতজোড়ে ন্যায় যাত্রীর সময় সোমবার অসমের বাতদ্রব থান নামে একটি মন্দিরে যান রাহুল গান্ধী। তবে পুলিশ রাহুলকে আটকে দেয় বলে অভিযোগ। পুলিশের দাবি, ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতো দুপুর ৩টে পর্যন্ত কারোর মন্দিরে প্রবেশের অনুমতি নেই। এরপরই মন্দিরের বাইরে রাহুল সহ কংগ্রেস নেতৃত্ব ধর্নায় বসে পড়েন।

তৃণমূল নেত্রীর এইসব মন্তব্যের পরই প্রশ্ন উঠছে যে, আদৌ কি বিরোধীরা আসন বণ্টন সুষ্ঠুভাবে করতে পারবে?

আরও পড়ুন- Ayodhya Ram Mandir Inauguration, 22 January 2024 Highlights: ‘আর তাঁবুতে নয়, রামলালার এখন থাকবেন মন্দিরে’, অযোধ্যায় বললেন যজমান মোদী

CPIM opposition india alliance Mamata Banerjee tmc
Advertisment