Advertisment

Mamata Banerjee: ১ জুন INDIA জোটের বৈঠকে থাকছেন মমতা? নির্বাচনী সভা থেকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee to skip INDIA bloc meeting: আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আবার ওই দিনই দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে আপাতত যেতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা তিনি জানিয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mamata Banerjee is seting goal on 2026 assembly polls

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee to skip INDIA bloc meeting: আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আবার ওই দিনই দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে আপাতত যেতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা তিনি জানিয়ে দিয়েছেন।

Advertisment

উল্লেখ্য, সোমবার পোস্তায় কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা। সেই সভা থেকেই তিনি বলেন, '১ তারিখ ইন্ডিয়া টিম মিটিং ডেকেছে। কিন্তু আমি বলে দিয়েছি, আমি ওই বৈঠকে যেতে পারব না। ওইদিন বাংলায় ৯টি আসনে ভোট রয়েছে। বাংলা ছাড়াও বিহারেও ভোট রয়েছে, উত্তরপ্রদেশে আছে। অখিলেশ কী ভাবে যাবে! এক দিকে ভোট, অন্য দিকে দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য আমাকে তদারকি করতে হবে। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।'

তবে ইন্ডিয়া জোটের বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠাবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করেননি তৃণমূল সুপ্রিমো। ওই দিন মমতার কেন্দ্রেও ভোট রয়েছে। তিনি দক্ষিণ কলকাতার ভোটার। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আবার ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী। ওইদিন তাঁর কেন্দ্রেও ভোট রয়েছে। স্বাভাবিক ভাবেই তাঁরা দুজন বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না।

আরও পড়ুন Cyclone Remal Update: রেমালের তাণ্ডবে রাজ্য়ে মৃত বেড়ে ৬, দুর্গতদের পাশে থাকার বার্তা মমতার

কয়েকদিন আগে মমতার মন্তব্য নিয়ে ইন্ডিয়া জোটে জল্পনা তৈরি হয়েছিল। তিনি জনসভা থেকে প্রথমে বলেছিলেন, ইন্ডিয়া জোটের সরকার গঠনের জন্য তিনি বাইরে থেকে সমর্থন দিয়ে দেবেন। তার মানে তিনি জোট সরকারে শরিক হবেন না। পরে আরেকটি জনসভা থেকে নিজের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। বলেন, তৃণমূল ছাড়া ইন্ডিয়ার সরকার হবে না। এবার তাঁর বৈঠক এড়ানো নিয়ে ফের রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

Mamata Banerjee INDIA Alliance লোকসভা নির্বাচন ২০২৪ tmc
Advertisment