Advertisment

বিরোধী জোটের সলতে পাকাতে আজই ওড়িশা সফরে মমতা, পুরীতে পুজো দিয়ে নবীন-সাক্ষাৎ

চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দুই বিরোধী নেতা-নেত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee to visit Odisha today, likely to meet Navin Patnaik

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা।

বিরোধী জোটের সলতে পাকাতে এবার কোমর কষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে সম্প্রতি কলকাতায় সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক সেরেছেন মমতা। এবার ওড়িশা যাচ্ছেন তৃণমূল নেত্রী। বিরোধী জোটের পালে হাওয়া লাগাতেই এই উৎকল সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisment

জানা গিয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা। মঙ্গলবার বিকেলেই তিনি ওড়িশার উদ্দেশে রওনা হবেন। বুধবার সকালে পুজো দেবেন পুরীর জগন্নাথ মন্দিরেও। তার পর লক্ষ্মীবার সকালে বিজু জনতা দলের প্রধান নবীনের সঙ্গে বৈঠক করবেন। চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দুই বিরোধী নেতা-নেত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বরাবরই তিনি জগন্নাথদেবের ভক্ত বলে ঘনিষ্ঠ মহলে এবং প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনের আগেও কালীঘাটের বাড়িতে বিরাট যজ্ঞ হয়। সেই যজ্ঞের পুরোহিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈত্যাপতি। দিঘায় দ্বিতীয় জগন্নাথ মন্দিরের নির্মাণও মমতার স্বপ্নের প্রকল্প। এবার লোকসভা নির্বাচনের আগে পুরীর শ্রীক্ষেত্রে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ পেতে চাইছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন চুক্তিতে নিয়োগ মুখ্যমন্ত্রীর দফতরেই, নিরাপত্তা প্রশ্নে তোলপাড় ফেললেন শুভেন্দু

এদিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে লোকসভায় একলা চলো নীতি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর মস্তিষ্কে রয়েছে বিজেপি বিরোধী অকংগ্রেসি জোট। কংগ্রেসে মাতব্বরি মেনে নেওয়া হবে না বলে সরব হয়েছে তৃণমূল। বিজু জনতা দল, সমাজবাদী পার্টি এমনকি আম আদমি পার্টিও তৃতীয় জোটের সম্ভাবনা উস্কে দিয়েছে। তেলেঙ্গানার ভারত রাষ্ট্রীয় সমিতির কে চন্দ্রশেখর রাও-ও তৃতীয় জোটের জন্য বহুদিন ধরে সওয়াল করছেন।

সম্প্রতি মমতাও জানিয়ে দিয়েছেন, রাহুল গান্ধি থাকলে নরেন্দ্র মোদীরই সুবিধা। তাই অকংগ্রেসি জোটের জন্য সওয়াল করেছেন তিনি। অখিলেশের সঙ্গে তাঁর বৈঠকেও সেই দাবি জোরাল হয়।

odisha Mamata Banerjee West Bengal Naveen Patnaik
Advertisment