Advertisment

'কথা রাখলেন' মমতা, আজ বাংলার উদ্দেশে বিশেষ ট্রেনে রওনা দিচ্ছেন ২৫০০ জন

দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা বাংলার মানুষরা সোমবারই বিশেষ ট্রেনে করে রওনা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

পরিযায়ী শ্রমিক এবং দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা বাংলার মানুষরা সোমবারই বিশেষ ট্রেনে করে রওনা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের মধ্যে পরিযায়ী শ্রমিকরা, রয়েছেন ছাত্র, তীর্থযাত্রীরাও। রবিবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষদের ফেরোনার শুরু করেছি। আগামী কালই আজমীর ও কেরল থেকে ২৫০০ জন রওনা দেবেন বাংলার উদ্দেশে। যাঁরা আসছেন, সমস্ত প্রোটোকল মেনে তাদের স্ক্রিনিং করা হবে।

পাশাপাশি এদিন জগদীপ ধনকড়ও টুইট করে বলেন যে আজমীর থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেনটি ৫ মে গন্তব্য পৌঁছবে। ট্রেনটি দুর্গাপুরের পর ডানকুনিতে দাঁড়াবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee
Advertisment