scorecardresearch

আজ তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি, ‘যুদ্ধে নামার’ বার্তা মুখ্যমন্ত্রীর!

আজ থেকে ঠিক ২ বছর আগে এই দিনেই তৃতীয়বারের জন্য রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়েছিল তৃণমূল।

mamata banerjee tweets on tmc lead west bengal govt anniversary
সরকারের বর্ষপূর্তিতে টুইট মুখ্যমন্ত্রীর।

তৃণমূল নেতৃত্বাধীন তৃতীয় সরকারের আজ দ্বিতীয় বর্ষপূর্তি। আজ থেকে ঠিক ২ বছর আগে এই দিনেই তৃতীয়বারের জন্য রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়েছিল তৃণমূল। তাঁর সরকারের বর্ষপূর্তিতে এবার আরও এক ‘যুদ্ধের ডাক’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুদ্ধে শুধু লড়াইয়ে নামার ডাক দেওয়াই নয়, সেই যুদ্ধে জেতারও অঙ্গীকার তৃণমূল সুপ্রিমোর।

বামেদের টানা ৩৪ বছরের শাসন সরিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। যদিও সেবার তৃণমূলের সঙ্গে কাঁধ মিলিয়ে বামেদের সরাতে লড়াইয়ের ময়দানে ছিল কংগ্রেসও। তবে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের পথ চলা খুব একটা মধুর হয়নি। অল্প দিনেই বোঝাপড়ায় ইতি টানতে হয়। সরকার ছেড়ে বেড়িয়ে আসে কংগ্রেস। ভেঙে যায় জোট। তারপর থেকে কার্যত একক শক্তিতে লড়েই টানা রাজ্যের ক্ষমতা নিজেদের দখলে রেখেছে তৃণমূল।

‘১১-এর পর ‘১৬ আর শেষবার ‘২১-এও বিরাট সাফল্য নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্য পরিচালনার ভার সামলে চলেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল পরিচালিত তৃতীয়বারের সরকারের আজ দ্বিতীয় বর্ষপূর্তি। সরকারের বর্ষপূর্তিতে রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যে গণতন্ত্র রক্ষায় যাঁরা নিরলস কাজ করে চলেছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ময়নায় খুন বিজেপি নেতা, কাল বনধের ডাক, এসপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর

এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ ‘মা-মাটি-মানুষ দিবসে’ বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee tweets on tmc lead west bengal govt anniversary