Advertisment

আজ ৭৭তম স্বাধীনতা দিবস, রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর

আজ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee unfurling the national flag at kolkata on the 77th independence day

রেড রোডে গার্ড অফ অনার নিচ্ছেন মুখ্যমন্ত্রী।

আজ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত স্বাধীনতা দিবস। সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে-রাজ্যে পূর্ণ মর্যাদায় পালিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। কলকাতার রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকার উত্তোলনে করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

প্রতিবারের মতো এবারও কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী। তার আগে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপনে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমাদের ইতিহাসের অধ্যায়গুলো সাহস ও স্থিতিস্থাপকতায় লেখা হয়েছে। তেরঙা পতাকা উত্তোলনে আসুন আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করি এবং তাঁরা যে মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন তা সমুন্নত রাখার অঙ্গীকার করি।'

টুইটে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, 'তাঁদের আত্মত্যাগ আমাদেরকে উদ্দেশ্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আসুন আমরা বিভক্তির উর্ধ্বে উঠি, আমাদের মতভেদকে দূরে সরিয়ে রাখি এবং একটি উজ্জ্বল, উন্নত ভারতের দিকে আমাদের যাত্রায় ঐক্যবদ্ধ হই। আমার মা, ভাই ও বোনদের ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'

independence day 2023 West Bengal Independence Day kolkata news Mamata Banerjee
Advertisment