CM Mamata: বৃহস্পতিবার ঝটিকা সফরে শহরের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা এবং টাটা মেডিক্যালের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হতে চলা ক্যান্সার কেয়ার সেন্টার নিয়েও খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'স্বাস্থ্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম থাকেন। তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি মাসে দু'বার এসএসকেএম একটা ছোট জায়গা বানিয়ে আমি বসব। অনেক হাসপাতালের একাধিক সমস্যা রয়েছে, ৫টি মেডিক্যাল কলেজ রয়েছে। সেই সব ব্যাপারে খোঁজখবর নিতেই আমি বসব। আমার সঙ্গে অনেক সময় স্বাস্থ্যসচিব এবং মুখ্যসচিব দু'জনেই থাকবেন। পিজি হাসপাতাল ঘিরে অনেকগুলো কাজ হচ্ছে। ক্যান্সার স্পেশাল হাসপাতাল হিসেবে তৈরি হচ্ছে, বেলেঘাটা আইডির সঙ্গে সংক্রমিত রোগ প্রতিরোধে আরও ভালো কাজ হচ্ছে এবং স্বাস্থ্যব্যবস্থায় সমন্বয়ের অভাব দূর করতে আমাদের সিদ্ধান্ত।'
তিনি জানিয়েছেন, আগামি বৃহস্পতিবার সপার্ষদ মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ফের এসএসকেএম আসবেন। সরকারি হাসপাতাল পরিদর্শনেও বেরোবেন। এবার থেকে প্রতি বৃহস্পতিবার তিন-চার ঘণ্টা এসএসকেএমে-ই থাকবেন তিনি। রাজ্যের স্বাস্থ্যব্যাবস্থা এবং পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে এই উদ্যোগ। এদিন ঘোষণা করেন মমতা। মাসে ১৫ দিন অন্তর এসএসকেএম আসবেন মুখ্যমন্ত্রী। এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর।
তাঁর দাবি, ‘বিনিয়োগ, শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের পরিসর তৈরি করা আমাদের লক্ষ্য। কিন্তু স্বাস্থ্য আমার প্রধান জায়গা। তাই এবার থেকে নিয়ম করে এসএসকেএম হাসপাতালে বসব।‘ হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের প্রতি তিনি বলেন, ‘টাটা ক্যান্সার হাসপাতাল রাজ্যে দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করবে। একটা এসএসকেএমে আর একটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে এই প্রকল্প রূপায়নের দায়িত্বে চিকিৎসক জিকে ঢালি। তিনি কয়েকবার উত্তরবঙ্গ ঘুরে এসেছেন।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন