Advertisment

'এই যেন গলা টিপে ধরবে', শিল্পবান্ধব বার্তা দিতে কাকে নিশানা মমতার?

রীতিমতো উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court stays summon on west bengal dg rajeev kumar cs bhagwati prasad gopalika issued by privileges committee of lok-sabha , সংসদীয় কমিটির নোটিসে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের আপাতত দিল্লি যেতে হবে না রাজীব কুমার বিপি গোপালিকাকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের তাবড় শিল্পপতিদের নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী। শিল্প সম্মলনের মঞ্চে দুশ্চিন্তার কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন শিল্পবান্ধব পশ্চিমবঙ্গ সরকারের।

Advertisment

কী বলেছেন মমতা?

'আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কেন আমাদের দেশের শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কেন তাঁরা সবসময় ভয়ে ভয়ে থাকেন যে এই বুঝি কোনও এজেন্সি তাঁদের গলা টিপে ধরলো।'

শিল্পপতিরা ব্যবসার বিনিময়ে সরকারকে কর দেন। শিল্পস্থাপনের মাধ্যমে কর্মসংস্থানও তৈরি হয়। তাই শিল্পপতিদের প্রতি কোনও সরকারের এই ধরণের আচরণ তিনি সমর্থন করেন না বলে শিল্প সম্মেলন থেকে তুলে ধরার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর গ্যারান্টি

মুখ্যমন্ত্রীর কথায়, 'গণতন্ত্রে কেউ কেন্দ্রে শাসন করে, কেউ রাজ্যে শাসন করে। কিন্তু এটা ভুললে চলবে না আমাদের সবাইকেই সাধারণ মানুষের জন্য কাজ করতে হয়। তবে আপনারা যদি এখানে বিনিয়োগ করেন তাহলে ওই ধরনের সমস্যা হবে না, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। বাণিজ্য আপনার দুয়ারে, বাংলায় আসুন, বিনিয়োগ করুন. লক্ষ্মীলাভ হবেই।ট

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী রাজনৈতিক ব্যক্তি, গররাজি শিল্পপতিদের ভয় দেখানো হয়। কেন্দ্রের বিরুদ্ধে আগেই এই অভিযোগ করেছে তৃণমূল। বেশকিছু শিল্পপতিও মাঝে মধ্যে সুর চড়িয়েছেন। এই ভয়েই নাকি বহু শিল্পপতি ভারত থেকে ব্যবসা গুটিয়েছেন। এই প্রতিহিংসার বিরুদ্ধে এবার শিল্প সম্মেলনে মুখ খুললেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজ্যে রেকর্ড বিনিয়োগ প্রস্তাব, শিল্প সম্মেলনে ঘোষণা মমতার

Mamata Banerjee Modi Government Mamata Government Industry Central Agency
Advertisment