Advertisment

'এবার কাগজপত্র বার করছি' বেনজির হুঙ্কার মমতার, পাল্টা ফোঁস শুভেন্দুর

'কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee warns of investigation into corruption allegations against Suvendu Adhikari , শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মমতা ব্যানার্জীর তদন্তের হুঁশিয়ারি

মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী

রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিরোধীদের নিশানায় তৃণমূল। চাঁচাছোলা ভাষায় ক্রমাগত শাসক দলকে বিঁধছেন শুভেন্দু অদিকারী। এসবের মধ্যেই বুধবার নবান্ন থেকে রেশন দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। 'কাগজ বার করছি' বলে রীতিমত হুঙ্কার ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর নাম উচ্চারণ না করেই বলেছেন, 'মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে? কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে।'

Advertisment

'এতদিন করিনি, এবার করছি'

রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়েই কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআইকে দিয়ে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিশানা করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূল সরকারকে 'অকেজ' করে দিতেই কেন্দ্রীয় এজেন্সিগুলোর এই পদক্ষেপ বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকেই দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, '৬০-৭০-৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রোল পাম্প আছে, আমরা সে সব কাগজপত্র বার করছি। এত দিন করিনি। এ বার করছি।'

'কত জমি কত টাকায় বিক্রি?'

মমতা আরও বলেন যে, 'মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে? মন্ত্রী থাকাকালীন আমরা জানতে চাইনি, কোন ল্যান্ড কত টাকায় বিক্রি হয়েছে। এবার সব বের হবে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, 'বদলা নয়, বদল চাই বলেছিলাম। আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না। তবে তুমি যদি একতরফা করে যাও, লেবু কচলাতে কচলাতে তেতো হয়।'

কাকে নিশানা?

তাঁর মন্ত্রিসভাতেই মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদেও ছিলেন শুভেন্দু। সেই সময় হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জমি বিক্রি নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই কারণেই এবার অধিকারী পরিবারের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

কী বললেন শুভেন্দু?

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায়, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জমি বিক্রির ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিত রাজ্য মন্ত্রিসভা। চেয়ারম্যানে একার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার ছিল না। এরপরই কড়া ভাষায় বলেন, 'উনি বাপের বেটি হলে করে দেখান। আবার বিধানসভা নির্বাচনে দেখা হবে। মুখে ঝামা ঘষে দেব।'

আরও পড়ুন- ধৃত জ্যোতিপ্রিয়র পাশে মমতা, দুর্নীতির দায় ঠেললেন বামেদের কোর্টে

আরও পড়ুন- ‘শিশুসুলভ আচরণ’, শুভেন্দুকে ‘না’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন- অনুব্রতর ক্ষমতা তলানিতে, বীরভূমে দাঁড়িয়ে এবার কেষ্টর বুলি আওড়ালেন কাজল শেখ!

আরও পড়ুন- ‘টাটাদের তাড়ানোর দায় মমতার নয়’, সিঙ্গুর ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশেই বিজেপির মাস্টারমশাই

WB SSC Scam Suvendu Adhikari Cow Smuggling bjp tmc Mamata Banerjee Bengal Ration Distribution Scam Haldia
Advertisment