Advertisment

'চালাকি ধরে ফেলেছি, তোমাকে ব্লক করব', মন্ত্রী সুজিত বসু'কে বড় হুঁশিয়ারি মমতার

কেন এত রাগ মুখ্যমন্ত্রীর?

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee warns sujit bose on arrangement of sreebhumi durga puja , শ্রীভূমির পুজোর ভিড় নিয়ে মন্ত্রী সুজিত বসুকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জীর

সুজিত বসু, মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকে দমকল মন্ত্রী সুজিত বসুকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মন্ত্রী সুজিত বসু লেকটাইনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মূল উদ্যোক্তা। বিশাল বাজেটের জাঁকজমকপূর্ণ এই পুজো গত কয়েক বছর ধরেই কলকাতার শারদীয়া উৎসবের অন্যতম সেরা আকর্ষণ। বহু দূর থেকে একানে মানুষ ভিড় জমান। ফলে প্রবল যানজট হয় লেকটাউন অঞ্চলে। প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে এয়ারপোর্টে যাওয়া-আসার রাস্তা। যা নিয়েই এদিন সুজিতকে সতর্ক করে দিয়েছেন মমতা। পুজোয় ওই অঞ্চলে মসৃণ ট্রাফিক সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা না হলেই মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তা, পুলিশ ও প্রশানের কর্তাদের নিয়ে শারদীয়া বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সুজিত বসুকে লক্ষ্য করে বলেন'পুজোতে প্রচুর লোক আসে। আর সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস। এমনভাবে এলাকাটা করে রাখে যে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না। এবার পুলিশকে বলব এয়ারপোর্ট যাতে ডিসটার্বড না হয়। সেটা দেখে সুজিত তুমি পুজো করবে। শুধু তোমার পুজোতেই যাবে আর অন্যগুলোয় যাবে না, তোমার চালাকিটা আমি বুঝি। তুমি দমকল মন্ত্রী, তোমায় এটা মাথায় রাখতে হবে। তুমি খুব ভাল করে পুজো করো। অভিনন্দন রইল। কিন্তু ভিআইপি এলাকাটা ভিআইপি-ই। তাই দেখতে হবে যাতে যানবাহন চলাচলে সমস্যা না হয়। ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লক হয় আমি তোমাকে ব্লক করব।'

আরও পড়ুন- দুর্গাপুজো উদ্যোক্তাদের জন্য বিরাট সুখবর, বড় ঘোষণা মমতার, সঙ্গে ছাড়ের পর ছাড়

এর আগে ২০২১ সালে প্রচণ্ড ভিড়ের কারণে পুজোর মাঝেই শ্রীভূমির মণ্ডপ দর্শমার্থীদের জন্য বন্ধ করেছিল প্রশাসন। এরপরের বছর ওই মণ্ডপের উদ্বোধনে গিয়ে মুক্যমন্ত্রী সুজিত বসুকে উদ্দেশ্যে করে বলেছিলেন যে, 'সুজিতবাবুকে একটাই অনুরোধ, বাবু বলছি, বাবুকে একটাই অনুরোধ, আমার রাস্তা যেন বন্ধ না হয়। শেষকালে লোক প্লেন ধরতে যেতে পারল না। রাস্তায় যেতে পারল না। এগুলো যেন না হয়। গৌরব শর্মা নতুন কমিশনার এসেছেন। গৌরব তুমি দেখে রাখবে। যে-ই রাস্তা বন্ধ করবে, অমনি তুমি আমাকে বলবে। আমি একদম বিশ্ববাংলা থেকে ঘ্যাচাং ফুঁ করে দেব। কারণ, এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, ভালবেসেই আসেন। কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি যখন দায়বদ্ধতায় আছি, আমি যখন একটা দায়িত্ব পালন করি, আমি দেখব আমারটায় যেমন লোক আসে, অন্যটায়ও যেন যেতে পারে। সবাইকে নিয়ে চলার নামই জীবন। আর তুমি যখন মন্ত্রী, তুমি সাধারণ মানুষের জন্যই তো। এটা মাথায় সবসময় রাখবে।'

অর্থাৎ, শ্রীভূমির পুজোর জন্য সাধারণের সমস্যা হলে যে তিনি তা হালকা ভাবে নেবেন না, সেটাই সুজিত বসুকে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Sujit Bose Durgapuja
Advertisment