Mamata Banerjee: আগামিকাল দিল্লিতে নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তিনিই নন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren) থাকবেন শনিবারের নীতি আয়োগের বৈঠকে। শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি রওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আগামিকাল রাজ্যের দাবি-দাওয়া দিয়ে সরব হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে হতে চলা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রায় সব কিছু ঠিকঠাক থাকলেও বৃহস্পতিবার শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই তাঁর নীতি আগে বৈঠকে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে শেষমেষ সেই ধোঁয়াশা কাটলেন মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন শনিবারের বৈঠকে তিনি যোগ দেবেন।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার BJP-কে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব মন্ত্রকের সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
সুকান্ত মজুমদারের সেই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে BJP-র চক্রান্ত রয়েছে বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজেই বাংলা ভাগের কথা বলছেন। বিজেপি নেতাদের এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমরা এটা সমর্থন করি না।"
আরও পড়ুন- Ilish: বাড়ছে জোগান, এবছর কোথায় নামতে পারে ইলিশের দাম? শুনেই লাফাবে ভোজনরসিক বাঙালি!
কাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "আমি কাল যাচ্ছি। রাজ্যের হয়ে কথা বলব। প্রতিবাদ জানাব। আমি যতদূর শুনেছি হেমন্তও যাচ্ছে।"
আরও পড়ুন- কিছুতেই সারছে না ‘রোগ’! আবারও চোর অপবাদে গাছে বেঁধে মার যুবককে
কেন্দ্রীয় বাজেট নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "বাজেটে বাংলা-সহ বিরোধী আঞ্চলিক রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে। এই রাজনৈতিক ভেদাভেদ মানতে পারছি না। এই বিমাতৃসুলভ আচরণ মানি না। বঞ্চনা করা হয়েছে বাংলাকে।"