'৬ না, বাংলায় করোনায় মৃত ৩', দাবি মমতার

'একজনের মৃত্য়ু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্য়ু হয়েছে কিডনির সমস্য়ায়। সরকারি তথ্য়ের উপর চোখ রাখুন''।

'একজনের মৃত্য়ু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্য়ু হয়েছে কিডনির সমস্য়ায়। সরকারি তথ্য়ের উপর চোখ রাখুন''।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৩ জনের। বাকি একজনের নিউমোনিয়া ও আরেক জনের কিডনির সমস্য়ায় মৃত্য়ু হয়েছে বলে বুধবার নবান্নে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, ''আজ বিকেল ৪টে পর্যন্ত রাজ্য়ে ৩ জনের মৃত্য়ু হয়েছে। ৩৭ জনের মধ্য়ে ৩ জন সুস্থ। এখন ৩১ জন পজিটিভ। ওঁদের মধ্য়ে ১৭ জন ৪টি পরিবারের। একজনের মৃত্য়ু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্য়ু হয়েছে কিডনির সমস্য়ায়। সরকারি তথ্য়ের উপর চোখ রাখুন''।

আরও পড়ুন: করোনায় আর্থিক সাহায্য মমতার, মোদীর তহবিলে দিলেন ৫ লক্ষ টাকা

Advertisment

উল্লেখ্য়, করোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে ৬ জনের মৃত্য়ু হয়েছে বলে দাবি উঠেছিল। সে প্রসঙ্গে এদিন করোনায় বাংলায় মৃতের সংখ্য়া নিয়ে এই পরিসংখ্য়ান তুলে দেন মুখ্য়মন্ত্রী।

এদিন রাজ্য়বাসীর উদ্দেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, ''আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে লকডাউন মেনে চলুন। অযথা বাজারে ভিড় করবেন না। এই পরিস্থিতিতে আগুন নিয়ে খেলবেন না। নিজেকে ভাল রাখতে বাড়িতে থাকুন। এ সময় সেদ্ধ ভাত খান, কিন্তু পেট ভরে খান। এই লড়াই সকলে মিলে লড়তে হবে। রাস্তাঘাটে ঘুরবেন না, আড্ডা মারবেন না''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee