বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৩ জনের। বাকি একজনের নিউমোনিয়া ও আরেক জনের কিডনির সমস্য়ায় মৃত্য়ু হয়েছে বলে বুধবার নবান্নে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, ''আজ বিকেল ৪টে পর্যন্ত রাজ্য়ে ৩ জনের মৃত্য়ু হয়েছে। ৩৭ জনের মধ্য়ে ৩ জন সুস্থ। এখন ৩১ জন পজিটিভ। ওঁদের মধ্য়ে ১৭ জন ৪টি পরিবারের। একজনের মৃত্য়ু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্য়ু হয়েছে কিডনির সমস্য়ায়। সরকারি তথ্য়ের উপর চোখ রাখুন''।
আরও পড়ুন: করোনায় আর্থিক সাহায্য মমতার, মোদীর তহবিলে দিলেন ৫ লক্ষ টাকা
উল্লেখ্য়, করোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে ৬ জনের মৃত্য়ু হয়েছে বলে দাবি উঠেছিল। সে প্রসঙ্গে এদিন করোনায় বাংলায় মৃতের সংখ্য়া নিয়ে এই পরিসংখ্য়ান তুলে দেন মুখ্য়মন্ত্রী।
এদিন রাজ্য়বাসীর উদ্দেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, ''আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে লকডাউন মেনে চলুন। অযথা বাজারে ভিড় করবেন না। এই পরিস্থিতিতে আগুন নিয়ে খেলবেন না। নিজেকে ভাল রাখতে বাড়িতে থাকুন। এ সময় সেদ্ধ ভাত খান, কিন্তু পেট ভরে খান। এই লড়াই সকলে মিলে লড়তে হবে। রাস্তাঘাটে ঘুরবেন না, আড্ডা মারবেন না''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন