লকডাউনের মধ্য়ে বাংলায় বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাংলায় গ্রিন জোনভুক্ত এলাকায় বাস চালু হচ্ছে। আগামী সোমবার থেকে বেশ কিছু দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্নে বুধবার সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি কলকাতার গ্রিন ও অরেঞ্জ জোনে ট্য়াক্সি পরিষেবা চালুর কথা ঘোষণা করা হয়েছে।
লকডাউনে বাংলায় গ্রিন জোনে কী কী শিথিল করার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, জেনে নিন একনজরে...
* সব ঠিক থাকলে সোমবার থেকে পাড়ার ছোটো দোকান খুলবে।
* স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান খুলবে।
*ইলেক্ট্রিনিক্সের দোকান, মোবইল চার্জের দোকান, ব্য়াটারি চার্জের দোকান খুলবে।
* হার্ডওয়ারের দোকান খুলবে, লন্ড্রি খুলবে।
*চা-পানের দোকান খুলবে। তবে চায়ের দোকানে আড্ডা মারা যাবে না। চা কিনে বাড়িতে খেতে পারেন।
*গ্রিন জোন ভুক্ত এলাকায় কারখানা খুলবে।
* গ্রিন জোনে বেসরকারি বাস চলতে পারে। ২০ জনের বেশি যাত্রীকে বাসে তোলা যাবে না। সকলকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে গ্রিন জোন ভুক্ত জেলার মধ্য়েই চলবে বাস। জেলার বাইরে যাওয়া যাবে না।
অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।
আরও পড়ুন: টিকিয়াপাড়া শুনশান, গভীর রাতে বাড়িতে বাড়িতে পুলিশি অভিযানে গ্রেফতার অভিযুক্তরা
* কলকাতায় গ্রিন জোন ও অরেঞ্জ জোনে হোম ট্য়াক্সি পরিষেবায় অনুমতি।
* ধান দিন, চেক নিন প্রকল্পে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার।
তবে কনটেনমেন্ট এলাকায় এই সুবিধা মিলবে না বলে এদিন জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পরিস্থিতি খারাপ হলে পরে সিদ্ধান্ত বদল হতে পারে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।
কী কী খুলবে না...
*হকার্স মার্কেট খুলবে না
*মার্কেট কমপ্লেক্সে খুলবে না
*ফুটপাথের দোকান খুলবে না।
*সেলুন খোলার ব্য়াপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্য়দিকে, করোনা মোকাবিলায় বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ছে, এমন ইঙ্গিতই দিলেন মুখ্য়মন্ত্রী। ''মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এটা মানতে হবে'', বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এ প্রসঙ্গে এদিন মমতা বলেছেন, ''করোনা কবে যাবে, কেউ বলতে পারছে না। বিশ্বের অন্য়ান্য় অনেক দেশ মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। আমাদেরও মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এটা মানতে হবে''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন