করোনা পরিস্থিতিতে বাংলার জনজীবনকে ছন্দে ফেরাতে আরও এককদম এগোল রাজ্য় সরকার। বিধিনিষেধ অনেকটা শিথিল করে এবার রাজ্য়ে বিনোদন দুনিয়ার দরজা খুলে দেওয়া হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে বাংলায় খুলছে সিনেমা হল। পাশাপাশি যাত্রা, মিউজিক্য়াল অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, যাত্রায় অনুমতি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
ঠিক কী জানিয়েছেন মমতা?
টুইটারে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, ''স্বাভাবিক ছন্দে ফেরাতে, যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা এবং সমস্ত মিউজিক্য়াল, নাচ, আবৃত্তি, ম্য়াজিক শো'র আয়োজনে অনুমতি দেওয়া হবে আগামী ১ অক্টোবর থেকে। সবক্ষেত্রে ৫০ জন বা তার থেকে কম সংখ্য়ক মানুষ অংশ নিতে পারবেন। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সকলকে মাস্ক পরতে হবে''।
উল্লেখ্য়, করোনায় লকডাউনের জেরে প্রভূত ক্ষতির মুখে পড়েছে বাংলার সংস্কৃতি দুনিয়া। আনলক পর্যায় চালু হওয়ার পর বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যাতে সমস্ত সুরক্ষাবিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দেওয়া হয়। সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত থাকা শিল্পীদের দূরাবস্থার কথা তুলে ধরে সম্প্রতি ফেসবুকে এ নিয়ে মুখ্য়মন্ত্রীর উদ্দেশে আর্জি রাখেন সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। অন্য়দিকে, দীর্ঘ কয়েকমাস ধরে সিনেমা হল বন্ধ থাকার ফলে চরম সংকটে পড়েছেন হল মালিকরা। শেষমেশ উৎসবের মরশুমের প্রাক্কালে মমতার এহেন ঘোষণায় অনেকটাই স্বস্তি পেল সংস্কৃতি দুনিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন