Advertisment

শিক্ষক নিয়োগে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত মমতা সরকারের

"এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে শিক্ষকরা তাঁদের পরিবারকে নিয়ে ভালভাবে থাকতে পারবেন। এতে কাজটাও আরও ভাল হবে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

সরস্বতী পুজোর আগে শিক্ষকদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। এবার থেকে নিজের জেলাতেই নিয়োগপত্র পাবেন শিক্ষকরা। এমন ‘ঐতিহাসিক’ নীতিই চালু করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার টুইট করে একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর ফলে শিক্ষকরা নিজেদের পরিবারকে নিয়ে থাকতে পারবেন।

Advertisment

ঠিক কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?

শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আমাদের শিক্ষক ও ছাত্রদের জন্য আমরা গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক। সমাজ ও দেশ গঠনে যাঁদের অসামান্য অবদান থাকে। শিক্ষকদের অবদানেই আমাদের পড়ুয়ারা আগামিদিনের সত্যিতাকের নেতা হয়ে ওঠে’’।

আরও পড়ুন: ‘একটা ভুল করে ফেলেছিলাম, আপনারা করবেন না’, মমতার গলায় আত্মসমালোচনার সুর

28, 2020

আরও পড়ুন: বাজেট ২০২০: একনজরে বড় ঘোষণা

এ প্রসঙ্গে মমতা টুইটারে লেখেন, ‘‘সরস্বতী পুজোর প্রাক্কালে আমাদের শিক্ষকদের কৃতজ্ঞতা জানাতে আমরা নতুন নীতি আনছি। সমস্ত শিক্ষকের নিয়োগ তাঁদের নিজের জেলাতেই করা হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে শিক্ষকরা তাঁদের পরিবারকে নিয়ে ভালভাবে থাকতে পারবেন। এতে কাজটাও আরও ভাল হবে’’।

Mamata Banerjee
Advertisment