/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/tm.jpg)
TMC Jana Garjana Sabha: ব্রিগেডের সভামঞ্চ থেকেই আজ প্রার্থী তালিকা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Jana Garjan Sabha, Brigade Ground: সম্ভবত এই প্রথম ব্রিগেডের সভামঞ্চ থেকেই নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল। আজ জনগর্জন সভা (Jana Garjana Sabha) মঞ্চ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) রাজ্যের ৪২টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কে কোন কেন্দ্রে প্রার্থী হবেন, তা নিয়ে চূড়ান্ত জল্পনা তৃণমূলের অন্দরেও। তবে এর মধ্যেই সবচেয়ে উল্লেখযোগ্য যা সম্ভাবনা তা হল প্রাক্তন এক ক্রিকেটারের স্ত্রীর প্রার্থী হওয়া প্রসঙ্গ।
রাজনীতিতে নামতে পারেন প্রাক্তন এক ক্রিকেটারের স্ত্রী। যদিও বিষয়টি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্তও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে জল্পনা চলছে।
আরও পড়ুন- TMC Jana Garjana Sabha:মারমার কাটকাট তৃণমূলের ব্রিগেড! দুপুরের মেনু জানলে জিভে জল!
যদিও তৃণমূলের কোনও নেতা-নেত্রীও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে কি অন্য কোনও ক্রিকেটারের স্ত্রীকে প্রার্থী করছে তৃণমূল? সেব্যাপারেও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
যদিও চর্চা এতেও থামছে না। জল্পনা এও যে ওই টিভি শোয়ের সঞ্চালিকা তথা প্রখ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কেও (Rachana Banerjee) এবার লোকসভা ভোটে টিকিট দিতে পারে তৃণমূল।