Advertisment

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, মোদীকে হঠাতে শহিদ দিবসেই জোট-বার্তা তৃণমূল নেত্রী মমতার?

আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএমের সঙ্গে কি অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস?

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
Mamata Banerjee will give an alliance message on July 21 to remove BJP from the centre , ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, মোদীকে হঠাতে শহিদ দিবসেই জোট-বার্তা তৃণমূল নেত্রী মমতার?

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলছে তারই মধ্যে মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সেরেছেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনের বিজয় উৎসব পালন করা হবে শহিদ দিবসে। পাশাপাশি এই মঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকার হঠানোর ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে যেখানে প্রবল প্রতিপক্ষ কংগ্রেস ও সিপিএম, তৃণমূল নেত্রী অভিযোগ করছেন এখানে বিজেপির সঙ্গে এই বিরোধীদের আঁতাত রয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, মোদীকে হঠানোর ডাক দিলেও আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএমের সঙ্গে কি অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস? শহিদ দিবসে এই প্রসঙ্গে কি বক্তব্য রাখবেন মমতা, সেদিকে লক্ষ্য থাকবে পর্যবেক্ষক মহলের।

Advertisment

২১ জুলাই শহিদ দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। অন্যসময় এক মাস আগে থেকে শহিদ দিবস পালন করার জন্য প্রস্তুতি সভা চলতে থাকে রাজ্যজুড়ে। এবার তৃণমূল নেতা-কর্মীরা ব্যস্ত রয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে। সাধারণত এই সময় কোনও ভোটের নির্ঘন্ট থাকে না। এবার ঘোর বর্ষাকালে পঞ্চায়েত নির্বাচন স্থির হয়েছে। ৮ জুলাই পঞ্চায়েতের ভোট, ১১ জুলাই গণনা। তার ঠিক ১০ দিনের মাথায় ধর্মতলায় শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস।

সাধারণত ২১ জুলাইয়ের সভা মঞ্চ থেকে সারা বছরের দলের রুটিন কর্মসূচি ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। গতবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে প্রথমবার ২১ জুলাইয়ের মঞ্চে ভাষণ দিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে দুবছর করোনা আবহের জন্য প্রকাশ্য সমাবেশ কর্মসূচি হয়নি। ভার্চুয়ালি ২১ জুলাই বক্তব্য রেখেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। প্রথা মেনে শহিদদের প্রতি শ্রদ্ধা জাানানো হয়েছিল ধর্মতলায়।

জানা গিয়েছে, ইতিমধ্যে দলের পক্ষ থেকে প্রচারের জন্য পোস্টারের থিম দেওয়া হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন। এর আগের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ৪২-এ-৪২। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছিল দলের পক্ষ থেকে। ফলপ্রকাশের পর দেখা যায় এরাজ্যে বিজেপির ঝুলিতে চলে গিয়েছে ১৮টি লোকসভার আসন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন কমে থমকে যায় ২২টিতে। ২০১৯ লোকসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খায় জোড়াফুল শিবির।

এবার ফের ধর্মতলার শহিদ মঞ্চ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদী সরকার হঠানোর ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখার বিষয় বিজেপি বিরোধী জোটের প্রতি কি বার্তা দেন তৃণমূল নেত্রী। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চে সিপিএম, কংগ্রেস, তৃণমূল হাজির থাকলেও আদৌ তা কতটা বাস্তবায়িত হবে এই প্রশ্ন রয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Mamata Banerjee tmc loksabha election 2024
Advertisment