ওড়িশা যাওয়ার পথে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস প্রকল্প, রাস্তা নির্মাণের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি লিখে, সরাসরি তিনি নিজে গিয়ে অনুরোধ জানালেও কাজের কাজ হয়নি। কেন্দ্রীয় বঞ্চনা ও লাঞ্রছনার বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলনের ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। বিমানবন্দরে চত্বরে দাঁড়িয়ে মমতার ঘোষণা, বাংলাকে মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ ও ৩০শে মার্চ আম্বেদকর মূর্তির পাদদেশে টানা দু'দিন ধরনায় বসবেন তিনি।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, '১০০ দিনের কাজ করার পরেও টাকা পাইনি। আবাসের টাকা দেয়নি, রাস্তার টাকাও ছাড়েনি। ১২ হাজার গ্রামীণ নতুন রাস্তা করছি নিজেদের টাকায়। এবারের বাজেটেও বাংলা কিছু পায়নি। কেন বাংলা কিছু পাবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে শংসাপত্র পেয়েছে। বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। অমিত শাহ যখন এসেছিলেন তাঁকে বলেছি। বারবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছি। কিন্তু কিছু হয়নি। তারপরেও কেন বঞ্চনার শিকার হবে। বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে, বাংলাকে লাঞ্ছনা করার প্রতিবাদে ও কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমি ধরনায় বসব। ২৯ মার্চ দপুর ১২টায় আম্বেদকর মূর্তির সামনে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ধরনায় বসব। ৩০ তারিখ সন্ধ্যা ৭টা পর্যন্ত ধরনা চলবে। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।'
সব প্রকল্প মিলিয়ে দিল্লির কাছে বাংলার পাওনার পরিমাণ এখন প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
এদিনও ইডি, সিবিআইয়ের 'অতিসক্রিয়তা' নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'কেবল বিজেপির কথায় এক-একটা টিম পাঠিয়ে দিচ্ছে। সিবিআই, ইডি পাঠিয়ে দিচ্ছে। যেন সিবিআই ওদের প্রেসিডেন্ট। ইডিও বিজেপির প্রেসিডেন্ট। কেবল আইওয়াশ করতে কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে। বিজেপির লোকেরা সান্ত্বনা পাচ্ছে। কিন্তু, সরকার আলাদা আর দল আলাদা।'
রাজ্যের মসনদে থাকলেও আাগাগোড়াই কেন্দ্রের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল। রান্নার গ্য়াসের দাম বৃদ্ধি থেকে কেন্দ্রীয় আর্থিক বকেয়া মেটানোর দাবিতে এর আগে পথে নামতে দেখা গিয়েছে জোড়-ফুলকে। পা মিলিয়েছেন খোদ নেত্রী। এমনকী ২০১৯ সালে সারদাকাণ্ডে আইপিএস রাজীব কুমারের সন্ধানে কেন্দ্রীয় গোয়েন্দা দল গানা দিলে ধর্মতলায় মঞ্চে ধরনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ধরনাই হবে কেন্দ্রের বঞ্চনা-লাঞ্ছনার বিরুদ্ধে। ফের একবার মমতা পুরনো বিরোধী নেত্রীর সত্তায় নিজেকে তুলে ধরতে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিস্লেষকরা। যা সামগ্রিকভাবে আসন্ন ২৪য়ের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট ও দলগুলির কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এছাড় চলতি বছরের রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। তার আগে দুর্নীতির কাঁটায় জেরবার তৃণমূল। দলের যুব নেতা থেকে দোর্দন্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলরা জেলে। চা বাড়াচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মরিয়া মমতা। হয়তো তাই ফিরে গেলেন সেই পুরনো কায়দার আন্দোলনে। যা বাংলার রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
<আরও পড়ুন- ফের পিছল ডিএ মামলার সুপ্রিম শুনানি, পরবর্তী দিন কবে?>