Advertisment

কালীঘাট টু জলসা ভায়া মুম্বই বিমানবন্দর, জয়ার নিমন্ত্রণে বিগ-'বি'র বাড়ি যাচ্ছেন মমতা

রাখিবন্ধন উৎসবের দিনই যাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Amitabh and Mamata

কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া ও অমিতাভ বচ্চন।

এবারের রাখিবন্ধন উৎসবের দিন কিছুটা সময় মুম্বইয়ে জলসায় কাটাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'জলসা' বি টাউনের বিগ-'বি'র বাড়ি। জুহুর সেই বিলাসবহুল বাংলোয় 'বাংলার জামাই' অমিতাভকে রাখি পরাতে পারেন তৃণমূল সুপ্রিমো। গতবার জয়া বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলেন। যেখানে অমিতাভ ছিলেন প্রধান অতিথি। সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে বিধানসভা নির্বাচনে প্রচার চালিয়েছিলেন। দুই দলের সমঝোতা অনুযায়ী তিনি তেমনটা করেছিলেন। এবার সেই জয়া বচ্চনের চা খাওয়ার নিমন্ত্রণেই যোগ দিতে 'জলসা'য় যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর।

Advertisment

তবে, তৃণমূল সুপ্রিমোর মুম্বই যাওয়ার কারণ অবশ্য পুরোপুরি রাজনৈতিক। আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে সদ্যগঠিত বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠক আছে। তার প্রথম দিন আবার নৈশভোজের আয়োজন করা হবে। আয়োজক সদ্য মহারাষ্ট্র সরকারে যোগ দেওয়া এনসিপির প্রধান শরদ পাওয়ার। এছাড়াও বিরোধীদের এই অনুষ্ঠানে থাকবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধী জোটের কর্মসূচি থেকে শুরু করে নানা দিকের রূপরেখা স্থির করা হবে। লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মত দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও আছে। সেই বিষয়গুলোও বৈঠকের আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।

সেই বৈঠকে যোগ দিতে বুধবার অর্থাৎ রাখিবন্ধন উৎসবের দিনই মু্ম্বইয়ে পাড়ি দেবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, মুম্বই বিমানবন্দর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন জুহুতে বচ্চন পরিবারের বাংলোয়। সেখানে তিনি জয়া বচ্চনকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাবও দিতে পারেন। জয়া বচ্চনের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হবে আগামী এপ্রিলে। বর্তমানে জয়া বচ্চন সমাজবাদী পার্টির সাংসদ। কিন্তু, উত্তরপ্রদেশে বর্তমানে সমাজবাদী পার্টির বিধায়ক সংখ্যা ১০৮। যার জেরে এবার জয়া বচ্চনের রাজ্যসভায় জেতা মুশকিল। সেকথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জয়া বচ্চনকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করতে।

আরও পড়ুন- এখন থেকেই চলছে ইসরোর পরবর্তী চন্দ্র অভিযানের ভাবনা, জানেন সেটা কী?

এপ্রিলে রাজ্যসভায় তৃণমূলের চারটি আসনও খালি হচ্ছে। শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং শুভাশিস চক্রবর্তীর সাংসদ পদের মেয়াদ এপ্রিলেই শেষ হবে। এর আগে রাজ্য সম্প্রতি হওয়া রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শান্ত ছেত্রী ও সুস্মিতা দেবকে পুনরায় মনোনয়ন দেয়নি। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সর্বভারতীয় কোনও মুখকে রাজ্যসভায় দলের প্রার্থী করতে। এতে সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুখ উজ্জ্বল হবে। সেই কারণেই তিনি জয়া বচ্চনের কাছে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখতে পারেন বলেই সূত্রের খবর।

Jaya Bachchan amitabh bachchan Mamata Banerjee
Advertisment