Mamata Banerjee: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েও শেষমেশ তা বয়কট করে উঠে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে বলা শুরু করতেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর। এই পদক্ষেপে তিনি অপমানিত হয়েছেন বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকী আর কোনও দিন এমন বৈঠকে তিনি যোগ দেবেন না বলে স্পট জানিয়েছেন সাংবাদিকদের।
Advertisment
বহু টালবাহানার পর শনিবার দিল্লিতে নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের সমস্যার কথা তুলে ধরতেই বৈঠকে যোগ দিয়েছেন বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর আগে গোয়া, ছত্তীশগড়, অসমের মুখ্যমন্ত্রীরা বক্তব্য রেখেছেন। নীতি আয়োগের বৈঠকে এদিন নিজের রাজ্যের সমস্যার কথা তুলে ধরেছেন চন্দ্রবাবু নাইডুও (Chandrababu Naidu)।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতেই বাধে বিপত্তি। অভিযোগ, বলা শুরুর ৫ মিনিটের মধ্যে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরেই বৈঠক বয়কট করে উঠে বেরিয়ে চলে আসেন মুখ্যমন্ত্র। পরে তিনি সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বাজেটে কিছু নেই, এটা বলতে গেলেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে বলতে দেওয়া হয়নি। চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়। অসম, ছত্তীশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীরা ১০-১২ মিনিট করে বলেছেন।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "বৃহত্তর স্বার্থে বৈঠকে যোগ দিয়েছিলাম। বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছি। আরও কিছু বলতে চেয়েছিলাম। বলতে দেওয়া হয়নি। ৫ মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। আমার মাইক বন্ধ করে দেওয়া অপমানজনক। আর কখনও বৈঠকে অংশ নেব না। বাংলার স্বার্থে সব রাজ্যের স্বার্থে একা এসেছি। বিরোধী শিবিরের একমাত্র প্রতিনিধি ছিলাম আমি। নীতি আয়োগের বৈঠকর বয়কট করে চলে এসেছি। আমার মাইক বন্ধের অর্থ সব আঞ্চলিক দলকে অপমান।"