Advertisment

ধরনায় 'ডবল ডিউটি' মমতার, বিভ্রান্তি কাটালেন খোদ মুখ্যমন্ত্রী

কেন 'ডবল ডিউটি', মমতা বললেন...

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjees double duty at tmcs dharna sahid minar , ধরনায় 'ডবল ডিউটি' মমতার, বিভ্রান্তি কাটালেন খোদ মুখ্যমন্ত্রী

শহিদ মিনারের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী, সঙ্গে অন্যান্য মন্ত্রীরা।

কেন্দ্রের আর্থিক বঞ্চনা, গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধেও দু’দিন ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মঞ্চে জ্বলজ্বল করছে তৃণমূলের লোগো! কেন? মুখ্যমন্ত্রী মঞ্চে থাকলেও এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই মঞ্চ থেকে বিভ্রান্তি মেটাতে মুখ খোলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কী বললেন মমতা?

বুধবার বেলা ১২টার সামান্য পরেই ধরনা মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী। চেয়ারে বসেন তিনি। তাঁর সঙ্গেই মঞ্চে উপস্থিত একাধিক মন্ত্রী। রাখা হয় সংবিধান। ধরনার শুরুর প্রায় আড়াই ঘন্টা পর বলতে শুরু করেন মমতা। বলেন, 'একটা হল আমি বাংলার মুখ্যমন্ত্রী। তাই বাংলার মানুষের সঙ্গে কোনও অবিচার হলে আমার উপর একটা দায়বদ্ধতা থাকে। মানুষের সেই দায়িত্বটা পালন করার। আর দুই হচ্ছে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এবং এই সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। তাই আজকের এই ধর্নাটা আমি রাজ্য সরকারের তরফ থেকে না করে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। তার কারণেই আপনারা তৃণমূল কংগ্রেসের লোগো দেখতে পাচ্ছেন। সুতরাং আমি ডবল ডিউটি পালন করছি। কিন্তু আমি বিজেপির মতো সরকারের অর্থ অপচয় করে এ সব করি না। তাই এটা হল দলের অনুষ্ঠান। কিন্তু আমরা সরকারের তরফ থেকে আছি। আমাদের সব মন্ত্রীরাও আছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সামনে সংবিধানও আছে। সংবিধান তারাই রাখে, যারা ভারতের গণতন্ত্রকে শ্রদ্ধা করে। ভারতের সংবিধানকে সম্মান করে। ভারতবর্ষের নাগরিকত্ব, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে আমরা এখানে বসেছি।'

পাশাপাশি ধরনা মঞ্চে এবং সংলগ্ন এলাকায় হাজির দলের সমর্থকদের উদ্দেশে মমতা বললেন, 'আজকে দুর্গা পুজোর অষ্টমী আবার রমজান মাস চলছে। রোজাও রেখেছেন অনেকে। যাঁরা উপোস করেছেন, তাঁদের উপোস ভাঙার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের ববি আর অরূপ নিয়ে যাবে। আপনারা ওঁদের সঙ্গে গিয়ে উপোস ভাঙবেন।'

Mamata Banerjee Mamata Government tmc
Advertisment