Advertisment

Mamata Banerjee: ভোট মিটতেই ফের ময়দানে মুখ্যমন্ত্রী! বাড়িতে ডেকে আজ কী বলবেন সাংসদদের?

Mamata Banerjee-TMC: এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ সুনামি বয়ে গিয়েছে। এরাজ্যের ৪২টির মধ্যে ২৯টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। উল্টোদিকে, বিজেপির আসন সংখ্যা গতবারের চেয়ে কমে হয়েছে ১২টি। বামেরা এবারও খাতাই খুলতে পারেনি। কংগ্রেসের আসন সংখ্যা ২ থেকে কমে হয়েছে ১।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mamata Banerjee is seting goal on 2026 assembly polls

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: নির্বাচন পর্ব মিটেছে। ফের একবার বাংলার ভোটে সবুজ সুনামি। লোকসভা নির্বাচনে এরাজ্যের ৪২টির মধ্যে ২৯টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। এবার আর সময় নষ্ট করতে নারাজ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়া বৈঠকে তৃণমূলনেত্রী। আজ প্রথম বৈঠক দলের নবনির্নাবিত সাংসদ এবং দলের সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়ে নিজের কালীঘাটের বাড়িতে। দিন কয়েক পর দ্বিতীয় বৈঠক রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে নবান্নে।

Advertisment

লোকসভা ভোট পর্ব মিটতেই ফের একবার তোড়জোড় শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কালীঘাটের বাড়িতে দলের নবনির্বাচিত সাংসদ ও দলের জেলা সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়ে বৈঠক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যয়ের। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়কে।

নির্বাচনে জেতার পর এবর কোন পথে এগোতে হবে সাংসদদের? সংসদে কেন্দ্রের শাসকদলের মোকাবিলায় কেমন কৌশল নিতে হবে? এসব নিয়েই দলের সাংসদদের নির্দেশনা দেবেন দলনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যয়া দলের নবনির্বাচিত সাংসদদের সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন- Bhangar: ভাঙড়ে সবচেয়ে খারাপ ফল সিপিএমের, তর্জন-গর্জন করলেও ভোট প্রাপ্তিতে ISF-কে জোর টেক্কা জোড়াফুলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পরের বৈঠকটি আগামী ১১ জুন নবান্নে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের জেরে কয়েকমাস ধরে রাজ্যে উন্নয়নের একাধিক কাজ বেশ কিছুটা থমকে রয়েছে। আদর্শ নির্বাচন বিধি লাগু থাকার কারণেই উন্নয়নের কাজ গতি পায়নি।

তাই এবার ভোট শেষে বাকি পড়ে থাকা কাজ দ্রুত রূপায়নের চেষ্টা চলবে। তা নিয়েই প্রশাসনের শীর্ষ কর্তাদের বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। কোথায় কোন কোন কাজ বাকি রয়েছে, সেব্যাপারে তিনি কথা বলবেন নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে।

tmc Mamata Banerjee West Bengal loksabha election 2024
Advertisment