IT Raid At Swaroop Biswas's House Over 24 Hours: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও আয়কর তল্লাশি জারি। আয়কর আধিকারিকরা স্বরূপের বাড়িতে ঢুকেছিলেন বুধবার সকালে। রাত পেরিয়ে ফের দিনের আলো ফুটেছে। কিন্তু, স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর অভিযান অব্যহত। এখনও মন্ত্রীর ভাইয়ের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এতক্ষণ ধরে কেন তল্লাশি? তাহলে কী কোনও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে? এখন এসব প্রশ্নই সামনে আসতে শুরু করেছে। আয়কর বিভাগ সূত্রে খবর, আয়কর ফাঁকি নিয়ে কোনও উল্লেখযোগ্য তথ্য বা নথি মেলেনি। কয়েকটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তবে যে দু'টি সংস্থায় তল্লাশি চালিয়ে স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেওয়া হয়েছে, সেখানে একাধিক নথি মিলেছে, সেগুলো যাচাই করতেই মন্ত্রীর ভাইয়ের বাড়িতে এখনও আয়কর আধিকারিকরা রয়েছেন।
কী কারণ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। সূত্রের খবর, প্রোমোটারি সংক্রান্ত আয়কর ফাঁকির অভিযোগে 'ইডেন রিয়্যাল এস্টেট' ও 'মাল্টিকন রিয়্যাল এস্টেট' নামের দু'টি সংস্থায় তল্লাশি চালাচ্ছে আয়কর আধিকারিকরা। সেই সূত্রেই হয়তো স্বরূপ বিস্বাসের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা।
আরও পড়ুন- ভোটের মুখে ফের দুরন্ত স্ট্রোক কমিশনের! DGP-র পর এবার কোপে কারা জানেন?
বুধবার শুধু স্বরূপ বিশ্বাসের বাড়িতেই নয়, নিউ আলিপুরে আরও চার জায়গায় তল্লাশি করে আয়কর বিভাগ।
স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ রাজ্যের বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী। এছাড়াও অরূপবাবু টালিগঞ্জ থেকে নির্বাচিত গত চারবারের ( ২০০৬, ২০১১, ২০১৬ এবং ২০২১ সাল) বিধায়ক। স্বরূপ বিশ্বাসের স্ত্রী কলকাতা পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি মন্ত্রীর ভাই স্বরূপের প্রভাব রয়েছে টলিউডের অভিনেতা এবং টেকনিশিয়ানদের মধ্যে। টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের প্রধানও স্বরূপ বিশ্বাস।